Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, September 2, 2014

নতুন করে প্রেমে পড়েছেন অপু বিশ্বাস ! সময়

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস
নাকি নতুন ‘মনের মানুষের’ সন্ধান পেয়েছেন,
মানে নতুন করে প্রেমে পড়েছেন। এমন খবর এখন এ
কান থেকে ও কানে ফিস ফিস
করে বলে বেড়াচ্ছে দুষ্টু বাতাস। এ খবরে সবার
চোখ এখন চড়কগাছ। সবার প্রশ্ন, তাহলে শাকিবের
কী হবে? তাদের দীর্ঘ হৃদয় রসায়ন তাহলে এত
সহজেই ভেস্তে যাবে।
হাওয়া থেকে পাওয়া খবরে আরও জানা গেছে,
সম্প্রতি শাকিব জানিয়েছেন, তিনি নাকি এক
প্রবাসিনীকে বিয়ে করতে যাচ্ছেন। এই
খবরে অভিমান করেই অপু নাকি নতুন প্রেমের
দ্বারস্থ হয়েছেন। অপু বলেছেন, শাকিব
বিদেশিনীকে বিয়ে করতে পারলে আমিওবা পিছিয়ে থাকব
কেন। অপুর নতুন প্রেমিক নাকি ওপার বাংলার
নির্মাতা রাজীব বিশ্বাস।
উড়ো হাওয়া বলছে এ কথা বিশ্বাস করার যথেষ্ট
যুক্তি আছে। কারণ, দুজনের টাইটেলও বিশ্বাস। তাই
একজনকে নিয়ে অন্যজনের আত্দবিশ্বাসও বেশ মজবুত।
এ গুঞ্জন ইতিমধ্যে অপুর কানেও ফিস ফিস করছে। আর
তা শুনে তো অপুর চোখ কপালে উঠেছে। অপু বলছেন,
হায় ইশ্বর! যাব কোথায়। শুধু টাইটেলের মিলের
কারণে আমি রাজীবের প্রেমিকা হয়ে গেলাম। এমন
বিশ্বাস তো অনেকেই আছে। তাহলে তো আমি সব
বিশ্বাসেরই প্রেমিকা অপু বিশ্বাস। আসল
কথা হচ্ছে, রাজীব ঢালিউডের টপ হিরো-হিরোইন
কারা সে খবর নিতে গেলে এখান
থেকে তাকে জানানো হলো আমার ও শাকিবের নাম।
উদ্দেশ্য এখানকার টপ হিরো-
হিরোইনকে নিয়ে ছবি নির্মাণ করবেন তিনি।
আমাদের
কথা জেনে কথা বলতে ঢাকা এলে তাকে নিয়ে আমরা ‘হিরো দ্য
সুপার স্টার’ দেখতে যাই। তখন তার
ছবিতে আমাকে কাজের প্রস্তাব দিলে আমি জানাই,
যৌথ প্রযোজনা হলেই শুধু আমি রাজি। রাজীব এ
কথা শোনার পর শাকিবের সঙ্গে যৌথ আয়োজনের
ছবি নির্মাণের আলাপ সেরেছেন। শীঘ্রই
ছবি নির্মাণের কাজ শুরু হবে। ব্যস, ঘটনা এ
পর্যন্তই। কিন্তু এখানে আমাদের নিয়ে প্রেমের
গল্প রচনার সাধ হলো কার জানি না।

posted from Bloggeroid

No comments: