Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 10, 2014

আগামীকাল বিশ্ব মা দিবস

নিজস্ব প্রতিবেদক : রোববার বিশ্ব
মা দিবস। বাংলাদেশে এর
আগে ব্যাপকভাবে দিবসটি পালিত
না হলেও গণমাধ্যমে প্রচারের
কল্যাণে বিগত কয়েক বছর
ধরে বিশ্বের অনেক দেশের
মতো মে মাসের দ্বিতীয় রোববার
দিবসটি পালনের রেওয়াজ শুরু
হয়েছে।
মা দিবসের মূল উদ্দেশ্য,
মাকে যথাযথ সম্মান দেওয়া।
যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন
করেছেন, তাঁকে শ্রদ্ধা দেখানোর
জন্য দিনটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক
ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন
করবে। সামাজিক গণমাধ্যমের
জনপ্রিয় মাধ্যম ফেইসবুকে অনেকেই
স্ট্যাটাস দিয়ে মায়ের
প্রতি ভালোবাসার
অভিব্যক্তি প্রকাশ করেছেন।
মা হচ্ছে এমন একটি শব্দ,
যে শব্দটি এক স্বর্গীয় পুণ্যতায় হৃদয়-
মনকে অমিয় সুধায় প্লাবিত করে।
ত্রিভুবনের সবচেয়ে মধুরতম
অপার্থিব শব্দ মা। মায়ের
চেয়ে পৃথিবীতে আপন কেহ নাই। কবির
ভাষায়, মা কথাটি ছোট্ট অতি কিন্তু
জেন ভাই/ ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভুবনে নাই।
পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন
তারিখে যেমন ফেব্রুয়ারি দ্বিতীয়
রোববার নরওয়েতে, মার্চের চতুর্থ
রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও
যুক্তরাজ্যে এবং বাংলাদেশে মে মাসের
দ্বিতীয় রোববার দিবসটি পালন
করা হয়।
বিশ্বের অনেক দেশে কেক
কেটে মা দিবস উদযাপন করা হয়।
তবে মা দিবসের
প্রবক্তা আনা জার্ভিস দিবসটির
বাণিজ্যিকীকরণের
বিরোধিতা করে বলেছিলেন,
মাকে কার্ড দিয়ে শুভেচছা জানানোর
অর্থ হলো, তাঁকে দুই কলম লেখার সময়
হয় না। চকলেট উপহার দেওয়ার অর্থ
হলো, তা নিজেই খেয়ে ফেলা।
আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের
বাল্টিমোর ও ওহাইওর
মাঝামাঝি ওয়েবস্টার জংশন
এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর
মা অ্যান মেরি রিভস জার্ভিস
সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের
সেবায়। মেরি ১৯০৫
সালে মারা যান। লোকচক্ষুর
অগোচরে কাজ করা মেরিকে সম্মান
দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস।
অ্যান মেরি রিভস জার্ভিসের
মতো দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব
মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস
প্রচারণা শুরু করেন। সাত বছরের
চেষ্টায় মা দিবস মার্কিন
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।
বাংলা ভিশন ফাউন্ডেশন
দিবসটি উপলক্ষে বিকাল ৫ টায় ‘সুস্থ
সমাজ গঠনে মায়ের অবদান শীর্ষক
আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানের
আয়োজন করেছে। গণগ্রন্থাগার
অধিদপ্তরের ভিআইপি সেমিনার
হলে অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখবেন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার
এডভোকেট ফজলে রাব্বী মিয়া।


Posted via Blogaway

No comments: