নিজস্ব প্রতিবেদক :
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
বলেছেন, ভারতে নতুন সরকার গঠিত
হলেও বাংলাদেশের
সঙ্গে বিরাজমান বন্ধুত্বের সম্পর্ক
ইতিবাচক ধারায় প্রবাহিত হবে।
শুক্রবার
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যিালয়ের
টিএসসিতে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন
উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক
অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, ভারতের
নির্বাচন নিয়ে উল্লাসিত
বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
সেখানকার জনগণ তাদের
সরকারে পরিবর্তন চেয়েছে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের
ম্যাধমে তাদের সরকার নির্বাচিত
করেছে। এটা সে দেশের জনগণের
বিজয়।
তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের
উদ্দেশ্যে বলেন, যা হয়েছে যথেষ্ঠ
হয়েছে। প্লিজ আমাদের আর ছোট
করো না।
মন্ত্রী বলেন, কতিপয় অপরাধ
করলে তাদের দায়ভার
আমরা নেবো না। তাদের
বিষয়ে কঠোর হতে হবে। ছাত্রলীগ
যাতে আর খারাপ খবরের শিরোনাম
না হয়।
ছাত্রলীগ সভাপতি এইচ এম
বদিউজ্জামান সোহাগের
সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ
উপস্থাপন করেন জাতীয়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
হারুন-অর রশিদ। বক্তব্য রাখেন-
ছাত্রলীগের সাধারণ সম্পাদক
সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগের
সাবেক সভাপতি এনামুল হক শামীম
প্রমুখ।
Posted via Blogaway
No comments:
Post a Comment