Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 3, 2014

নূর হোসেনের বাড়িতে অভিযান ‘আইওয়াশ’: ফখরুল

ঢাকা: নারায়ণগঞ্জের
সাতজনকে অপহরণের পর খুনের ঘটনার
প্রধান আসামি কাউন্সিলার নূর
হোসেনের
বাড়িতে পুলিশি অভিযানকে ‘আইওয়াশ’
বলে দাবি করলেন বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।
তিনি বলেন, “জনগণ ফুঁসে ওঠায়
কাউন্সিলার ও আইনজীবীসহ
সাতজনকে অপহরণের পর খুনের এতদিন
পর নারায়ণঞ্জে নূর হোসেনের
বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।
এটা আইওয়াশ।”
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব
চত্বরে গুম, খুন ও নেতাকর্মীদের
বিরুদ্ধে মামলার
প্রতিবাদে দিনব্যাপী অনশন
কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব
কথা বলেন। ঢাকা মহানগর
বিএনপি আয়োজিত এক
কর্মসূচিতে সভাপতিত্ব করছেন
মহানগর আহ্বায়ক সাদেক হোসেন
খোকা।
বক্তব্যের শুরুতে ফখরুল বলেন, “আজকের
জাতীয় পত্রিকাগুলোতে সংবাদ
এসেছে দেশে আইনের শাসন নেই,
জননিরাপত্তা ভেঙে পড়েছে। কেউ
কেউ শিরোনাম করেছে বাংলাদেশ গুম
ও অপহরণের দেশে পরিণত হয়েছে।”
তিনি বলেন, “নারায়ণগঞ্জের ঘটনায়
জাতির বিবেককে নাড়া দিয়েছে।
সাতজনকে অপহরণের কয়েকদিন পর
নদীতে লাশ ভেসে ওঠেছে। কিন্তু গত
পাঁচ বছরে সারাদেশে অসংখ্য
মানুষকে গুম করা হয়েছে। বিশেষ
করে বিরোধী দলের রাজনীতিকদের
মধ্যে যারা সোচ্চার হয়েছে তাদের
অনেকের লাশও পাওয়া যায়নি।
আমাদের দলের নেতা ইলিয়াস আলী,
চৌধুরী আলমসহ কয়েকশ
নেতাকর্মীকে গুম করা হয়েছে।”
ফখরুল বলেন, “অভিযোগ আছে সরকারের
প্রত্যক্ষ মদদে ও সহযোগিতায়
আইনশৃঙ্খলা বাহিনীর
পরিচয়ে বিরোধী দলের
নেতাকর্মীদের তুলে নেয়া হয়।
পরে আর পাওয়া যায় না।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের
নিয়ন্ত্রণ নেই। কারণ
তারা তাদেরকে (আইনশৃঙ্খলা বাহিনী)
দিয়ে অসব অপরাধমূলক কাজ করাচ্ছে।”
নারায়ণগঞ্জের
ঘটনা নিয়ে সরকারের কয়েকজন
মন্ত্রীদের দেয়া বক্তব্যের
সমালোচনা করেন ফখরুল।
তিনি মন্ত্রীদের দায়িত্বশীল
বক্তব্য দেয়ার আহ্বান
জানিয়ে বলেন, “আপনারা বলছেন গুম-
খুনে বিএনপি জড়িত।
আমরা তো ভিকটিম। কারণ গত পাঁচ
বছরে আমাদের কয়েকশ নেতাকর্মী গুম
ও খুন হয়েছে।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেয়া সমালোচনা করে তিনি বলেন,
“নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত ছাড়াই
তিনি (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী)
যেভাবে বক্তব্য দিয়েছেন এরপর আর
কোনো তদন্ত সুষ্ঠু হওয়া সম্ভব না।”
সরকার
মিথ্যা অভিযোগে বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ
নেতাদের
বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে বলেও
অভিযোগ করেন তিনি।
শনিবার সংসদ ভবনের সামনে গুম,
খুনের প্রতিবাদে সুশীল সমাজের
প্রতিনিধিদের
মানববন্ধনে বাধা দেয়ার
সমালোচনা করে ফখরুল বলেন, “শুধু
বিরোধী দল নয়, সমগ্র দেশের মানুষ
সরকারের বিপক্ষে চলে গেছে।
সরকারও সবাইকে তাদের শত্রু
মনে করে। এভাবে চলতে পারে না।
তাই দলমত
নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ
হতে হবে এবং আন্দোলনের
মাধ্যমে সরকারকে নির্দলীয়
সরকারের অধীনে নির্বাচন
দিতে বাধ্য করতে হবে।”
মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির
সদস্য এমকে আনোয়ার, মির্জা আব্বাস,
ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ
উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল
ইবনে ইউসূফ, সেলিমা রহমান,
বিএনপি চেয়ারপারসনের
উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান
ওমর, শামসুজ্জামান দুদু, এ জেড এম
জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল
আবেদীন, সাংগঠনিক সম্পাদক আসাদুল
হাবিব দুলু, যুগ্ম-মহাসচিব আমান
উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক নাজিমুদ্দিন আলম, যুব
বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম
হোসেন আলাল, দলের প্রচার বিষয়ক
সম্পাদক জয়নুল আবদিন ফারুক,
মহিলা দলের সাধারণ সম্পাদক
শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের
সাধারণ সম্পাদক সরফত আলী সপু,
ছাত্রদলের ভারপ্রাপ্ত
সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম
ওবায়দুল হক নাসির, ওলামা দলের
সভাপতি হাফেজ আবদুল মালেক,
সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক
প্রমুখ উপস্থিত রয়েছেন।
শান্তিপূর্ণভাবে দিনব্যাপী অনশন
কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের
প্রতি আহ্বান জানান বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব।


Posted via Blogaway

No comments: