Headlines



gazitv2

w41j

gazitv

Friday, August 29, 2014

সিনেমা নয় আমি বাস্তবের ফাটাকেস্ট : ওবায়দুল কাদের

ফেসবুকে হাটাবাবা, ফাটাকেস্ট উপাধি পাওয়ার পর
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন
আমাকে ফাটাকেস্ট বললে কষ্ট পাই। তবে শুক্রবার
তিনি নিজেই স্বীকার করে বললেন, আমাকে অনেকেই
ফাটাকেষ্ট বলেন। তবে আমি সিনেমার নায়কের
মতো ফাটাকেষ্ট নই। একদিনের বা এক সপ্তাহের
অভিনেতা নই। আমি বাস্তবের ফাটাকেষ্ট।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাকে যে যা বলে ভালোবেসেই
বলে। বিদ্রুপ করে বলে না।’
নাটোরের সিংড়ায় শুক্রবার দুপুরে কোর্ট মাঠে আয়োজিত এক
জনসভায় বক্তব্য দেওয়ার সময় কর্মী-সর্থকরা ফাটাকেষ্ট
বলে স্লোগান দিতে থাকলে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রীর বক্তব্যে মঞ্চে উপস্থিত নেতাকর্মী ছাড়াও
সাধারণ মানুষের মধ্যে এ সময় হাসির রোল পড়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমানের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, নাটোর-২
(সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,
জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান ও সাবেক
প্রতিমন্ত্রী আহাদ আলী উপস্থিত ছিলেন।
আজকের পত্রিকা » সর্বশেষ
সিনেমা নয় আমি
ফাটাকেস্ট : ওবা
(ভিডিওসহ)
নাটোর, ২৯ আগস্ট
প্রথম পাতা
শেষ পাতা
খবর
দশ দিগন্ত
খেলা
আনন্দ নগর
বাংলার মুখ
সম্পাদকীয়
উপসম্পাদকীয়
সাহিত্য সাময়িকী
ইসলাম ও জীবন
দ্বিতীয় সংস্করণ
ফেসবুকে হাটাবাবা, ফাটাকেস্ট উপাধি পাওয়ার পর
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন
আমাকে ফাটাকেস্ট বললে কষ্ট পাই। তবে শুক্রবার
তিনি নিজেই স্বীকার করে বললেন, আমাকে অনেকেই
ফাটাকেষ্ট বলেন। তবে আমি সিনেমার নায়কের
মতো ফাটাকেষ্ট নই। একদিনের বা এক সপ্তাহের
অভিনেতা নই। আমি বাস্তবের ফাটাকেষ্ট।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাকে যে যা বলে ভালোবেসেই
বলে। বিদ্রুপ করে বলে না।’
নাটোরের সিংড়ায় শুক্রবার দুপুরে কোর্ট মাঠে আয়োজিত এক
জনসভায় বক্তব্য দেওয়ার সময় কর্মী-সর্থকরা ফাটাকেষ্ট
বলে স্লোগান দিতে থাকলে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রীর বক্তব্যে মঞ্চে উপস্থিত নেতাকর্মী ছাড়াও
সাধারণ মানুষের মধ্যে এ সময় হাসির রোল পড়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমানের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, নাটোর-২
(সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,
জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান ও সাবেক
প্রতিমন্ত্রী আহাদ আলী উপস্থিত ছিলেন।

posted from Bloggeroid

No comments: