Headlines



gazitv2

w41j

gazitv

Monday, September 15, 2014

জেনে নিন,মেয়েদের বয়স লুকানোর পেছনের রহস্য ! সম

লাইফ ডেস্ক : আপনার বয়স কত? আপনি যদি একজন
পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো এই প্রশ্নের সঠিক
জবাবটি মূহূর্তের মধ্যেই দিয়ে দেবেন। আর যদি আপনি একজন
নারী হয়ে থাকেন তাহলে হয়তো আপনি উত্তরই দেবেন
না এই প্রশ্নের, কিংবা ভুল উত্তর দেবেন। আর
যদি সঠিক উত্তর দেন তাহলে নিঃসন্দেহে বেশ কিছুক্ষণ
ভেবেচিন্তে দেবেন উত্তরটি। কিন্তু কেন? অধিকাংশ
নারীরাই কেন নিজের বয়স লুকাতে চান? এই
বিষয়টি অনেকের কাছেই হয়তো একটি রহস্য! আসুন
জেনে নেয়া যাক নারীদের বয়স লুকানোর পেছনের
রহস্যটি।
বিয়ের বাজারে দাম পাওয়া
আমাদের সমাজের অধিকাংশ নারীরাই “বিয়ের
বাজারে” দাম পেতে চান। আর আমাদের
সমাজের পুরুষদের কাছে বিয়ের বাজারে কম
বয়সী নারীদেরই জয়জয়কার। আর তাই বিয়ের
বাজারে একজন দামী পাত্রী হয়ে ওঠার
জন্য অনেক নারীই নিজের বয়স লুকিয়ে রাখেন।
এমনকি খুব কাছের বন্ধুবান্ধবের কাছেও নিজের সঠিক
বয়সটা বলেন না অনেকেই।
কম বয়সী দেখানো
অনেক নারীই মনে করেন যে বয়স কম
বললে তাদেরকে দেখতেও কম বয়সী দেখাবে। আর এই
ভ্রান্ত ধারণা থেকে অনেক নারী বয়স
লুকিয়ে থাকেন।
পুরুষের মন পাওয়া
পুরুষের মন পাওয়ার ইচ্ছা তো সব নারীরই গোপন
মনবাসনা। আর তাই তারা ভাবেন নিজের বয়স
কমিয়ে বললে পুরুষের মন পাওয়া বেশ সহজ
হবে এবং পুরুষের কাছে আরো বেশি আকর্ষণীয়
হওয়া যাবে। আবার অনেক সময় নিজের
চাইতে বয়সে ছোট পুরুষের মনোযোগ আকর্ষণের জন্যও
নারীরা সঠিক বয়সটা বলতে চান না।
পরিবারের কাছ থেকে শিক্ষা
আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় হলো মা-
খালারা তাদের মেয়ে সন্তানদেরকে আসল বয়স
বলতে মানা করে দেন। তাদের মধ্যে এই
বিষয়টি নিয়ে নানান রকম কুসংস্কার কাজ করে।
আর তাই মেয়েরা বড় হতে হতে এই বিষয়টি নিজের
মনে গেঁথে রেখে দেয়। ফলে তারা তাদের সঠিক
বয়সটি কাউকে বলতে চায় না।
চাকরী পাওয়া
চাকরী পাওয়ার জন্য বয়স সীমা নির্ধারণ
করা থাকে। আর এই বয়স সীমার ভেতরে থাকার
জন্য অনেক নারী নিজের প্রকৃত বয়সটি লুকানোর
চেষ্টা করেন। অবশ্য চাকরী পাওয়ার আশায়
অনেক পুরুষও নিজের বয়স লুকান।
বুড়িয়ে যাওয়ার ভয়
অধিকাংশ নারীর মনে সাধারণ
একটি ফোবিয়া থাকে। আর তা হলো বুড়িয়ে যাওয়ার
ভয়। বুড়িয়ে যাওয়ার ভয়ে নারীরা নানান রকম
রূপ চর্চা, প্লাস্টিক সার্জারী এবং যোগ
ব্যায়াম করে থাকেন। আর তাই
পাছে লোকে বুড়ো ভাবে তাই নিজের সঠিক বয়সটাও
বলতে চান না মানুষকে।
হিংসা
নিজের পরিচিত কোনো কম বয়সী সুন্দরী নারীর
পাশে থাকলে অধিকাংশ নারীই নিজের বয়স
লুকাতে চায়। হিংসা থেকেই হোক আর
অনিরাপত্তা থেকেই হোক এই প্রবণতাটি কম বেশি সব
নারীর মধ্যেই লক্ষ্য করা যায়।

posted from Bloggeroid

No comments: