Headlines



gazitv2

w41j

gazitv

Friday, September 5, 2014

জেনে নিন সরিষার তেলের গুনাগুণ

ডেস্ক : শীতের সময় সরিষার তেলের মালিশ
শরীর কে উষ্ণ রাখে । নিয়মিত এই তেল
মালিশ করলে বাতের ব্যাথায় উপকার
পাওয়া যায় । এ ছাড়াও সাধারণ
সর্দি কাশি , ব্যাথায় তে এই তেলের
ব্যবহার উপকারী।
অন্যান্য গুনাগুণঃ
১.শরীরের কলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়
যা হৃদরোগের সম্ভবনা হ্রাস করে
২.নিদ্রাহীনতা এবং ক্যান্সার
প্রতিরোধক
৩.সন্ধিস্থলের ব্যাথা হ্রাস করে
৪.শ্বাস কস্টের প্রদাহ হ্রাস করে
৫.চুলের মান উন্নত করা , খুসকি দূর
করে এবং চুল বৃদ্ধি করে
৬.মাথা ব্যথা কমায়
৭.দাঁত মজবুত করে এবং ব্যাথা কমায়
৮.শুষ্ক ত্বক মসৃণ ও কোমল করে
৯.ঠোঁটের শুস্কতা দূর করে এবং ত্বকের
প্রদাহ দূর করে
১০.কোষ্ঠকাঠিন্য দূর করে
১১.নাকের বদ্ধভাব দূর করে
১২.কানের ব্যাথায় কানের ড্রপের বিকল্প
১৩.সামান্য কাটা ছেঁড়ায় এন্টিসেপটিক
এর কাজ করে

posted from Bloggeroid

No comments: