Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, October 26, 2014

আরব-আমিরাত যেতে ইচ্ছুকদের জন্য সু-খবর দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ
থেকে কর্মী নেওয়া আরো সহজ করতে আগামী বছরের
শুরুতে ঢাকা দূতাবাসে একজন লেবার
অ্যাটাশে নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশটির
পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল
নাহিয়ান এ উদ্যোগের কথা জানিয়েছেন।
আগামী বছরের শুরুতেই ঢাকায় তার দেশের
দূতাবাসে একজন লেবার অ্যাটাশে নিয়োগের
বিষয়টি তাদের বিবেচনায়
রয়েছে বলে জানিয়েছেন তিনি। আরব আমিরাতের
পররাষ্ট্রমন্ত্রী রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর
সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ
আলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর
সঙ্গে আলোচনার এক পর্যায়ে আরব আমিরাতের
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, আগামী বছরের শুরুর
দিকে আমিরাতের দূতাবাসে একজন লেবার
এ্যাটাশেকে পাঠানোর চিন্তা ভাবনা করছেন
তারা।
তাদের এ উদ্যোগকে স্বাগত
জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,
এটা একটা ভালো উদ্যোগ। ইতিবাচক অগ্রগতি।
তিনি বলেন, আমরা কাজ করছি। সফর
শেষে একটা যৌথ ইশতেহারের
ব্যাপারে আলোচনা চলছে।সফরের শেষ দিন এই যৌথ
ইশতেহার চূড়ান্ত হওয়ার ব্যাপারে আশা প্রকাশ
করেন তিনি।
অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে সংযুক্ত আরব
আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের
সরকার প্রধানের সাক্ষাত হয় বলে জানান মাহমুদ
আলী।
সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে তাদের
আলোচনা হয় বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আরব
আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গেও বৈঠক
করেন বলে জানান মাহমুদ আলী।এদিনই সংযুক্ত আরব
আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ
মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের
সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে।
তিন দিনের সফরে শনিবার সংযুক্ত আরব আমিরাতের
রাজধানী আবুধাবিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

No comments: