পটুয়াখালী : একক সিদ্ধান্তে পটুয়াখালীর
দশমিনা উপজেলা যুবদলের সব ধরনের কার্যক্রম
স্থগিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক মো.
মশিউর রহমান খান। তবে সংগঠনটির যুগ্ম-
আহ্বায়কসহ জেলা কমিটির অধিকাংশ নেতারাই
বিষয়টি জানেন না।
রোববার বিকেলে মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য
জনানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী বিভিন্ন
অভিযোগে দশমিনা উপজেলা যুবদলের সকল প্রকার
কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল
থাকবে।
অপরদিকে দশমিনা উপজেলা যুবদলের কার্যক্রম
স্থগিত করা হলেও জেলা যুবদলের অধিকাংশ নেতা এ
বিষয়ে কিছুই জানেন না।
এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব
তৈফিক আলী খান কবির জানান,
দশমিনা উপজেলা যুবদলের কার্যক্রম স্থগিত করার
বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে তার
সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি।
একই কথা বলেছেন সংগঠনটির অপর দুই যুগ্ম-
আহ্বায়ক মনিরুল ইসলাম লিটন ও মোস্তাফিজুর
রহমান রুমি।
এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক মো. মশিউর
রহমান খান জানান, দশমিনা উপজেলা যুবদলের
সভাপতি নেশাগ্রস্ত। বিষয়টি যুবদলের সংবিধানের
সঙ্গে সংর্ঘষিক এবং সংগঠন পরিপন্থী। তাই তার
নেতৃত্বে যুবদলের সকল কার্যক্রম স্থগিত
করা হয়েছে।
দশমিনা উপজেলা যুবদলের সভাপতি মো. মোমেন
তালুকদার বলেন, ‘মূলত মশিউর রহমান আমার
কাছে কয়েকদিন আগে একটি অন্যায় আবদার
করেছিলেন। তবে সেটি আমি রাখতে পারিনি। তাই
হয়তো তিনি আমাকে নেশাগ্রস্ত আখ্যায়িত করছেন।
তিনি বলেন, ‘আমি কেমন তা এলাকার লোকজন
ভালো জানেন। দলীয় কার্যক্রম স্থগিতের
বিষয়টি আমি জানি না। যদি এমন সিদ্ধান্ত
নিয়ে থাকেন তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে।’
তবে যে সময় বিএনপি সরকারবিরোধী আন্দোলন
সংগ্রামে যেতে চাচ্ছে, সে সময়ে যুবদলের কার্যক্রম
স্থগিত করার সিদ্ধান্তকে বিএনপির অভ্যন্তরীণ
কোন্দলের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন দলটির
সিনিয়র নেতারা।
দশমিনা উপজেলা যুবদলের সব ধরনের কার্যক্রম
স্থগিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক মো.
মশিউর রহমান খান। তবে সংগঠনটির যুগ্ম-
আহ্বায়কসহ জেলা কমিটির অধিকাংশ নেতারাই
বিষয়টি জানেন না।
রোববার বিকেলে মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য
জনানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী বিভিন্ন
অভিযোগে দশমিনা উপজেলা যুবদলের সকল প্রকার
কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল
থাকবে।
অপরদিকে দশমিনা উপজেলা যুবদলের কার্যক্রম
স্থগিত করা হলেও জেলা যুবদলের অধিকাংশ নেতা এ
বিষয়ে কিছুই জানেন না।
এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব
তৈফিক আলী খান কবির জানান,
দশমিনা উপজেলা যুবদলের কার্যক্রম স্থগিত করার
বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে তার
সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি।
একই কথা বলেছেন সংগঠনটির অপর দুই যুগ্ম-
আহ্বায়ক মনিরুল ইসলাম লিটন ও মোস্তাফিজুর
রহমান রুমি।
এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক মো. মশিউর
রহমান খান জানান, দশমিনা উপজেলা যুবদলের
সভাপতি নেশাগ্রস্ত। বিষয়টি যুবদলের সংবিধানের
সঙ্গে সংর্ঘষিক এবং সংগঠন পরিপন্থী। তাই তার
নেতৃত্বে যুবদলের সকল কার্যক্রম স্থগিত
করা হয়েছে।
দশমিনা উপজেলা যুবদলের সভাপতি মো. মোমেন
তালুকদার বলেন, ‘মূলত মশিউর রহমান আমার
কাছে কয়েকদিন আগে একটি অন্যায় আবদার
করেছিলেন। তবে সেটি আমি রাখতে পারিনি। তাই
হয়তো তিনি আমাকে নেশাগ্রস্ত আখ্যায়িত করছেন।
তিনি বলেন, ‘আমি কেমন তা এলাকার লোকজন
ভালো জানেন। দলীয় কার্যক্রম স্থগিতের
বিষয়টি আমি জানি না। যদি এমন সিদ্ধান্ত
নিয়ে থাকেন তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে।’
তবে যে সময় বিএনপি সরকারবিরোধী আন্দোলন
সংগ্রামে যেতে চাচ্ছে, সে সময়ে যুবদলের কার্যক্রম
স্থগিত করার সিদ্ধান্তকে বিএনপির অভ্যন্তরীণ
কোন্দলের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন দলটির
সিনিয়র নেতারা।
No comments:
Post a Comment