Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 9, 2014

কুমিল্লায় প্রকাশ্য-দিবালোকে ডিবি পুলিশের সাথে ছিনতাইকারীদের গুলি বিনিময়: নিহত ১-আহত ৪

রবিবার সকাল সাড়ে ১১ টায় ডিবি পুলিশের
গুলিতে ঘটনাস্থলে ছিনতাইকারি রাব্বি (৩০) নিহত
হয়। ছবি: রবিউল হোসেন।
কুমিল্লার অলি-গলিতে ঘটছে অহরহ ছিনতাইয়ের
ঘটনা।পুরা নগরী যেন ছিনতাইকারীদের
অভয়ারণ্যতে পরিনত হয়েছে। কুমিল্লা নগরবাসী সব
সময় ছিনতাইয়ের আতংঙ্ক বিরাজ করছে এরই
ধারাবাহিকতায় জেলা ডিবি পুলিশের কয়েকটি টিম
ছিনতাইকারীদের ধরতে নগরীতে তৎপরতা চালায়।
রবিবার সকালে গোপন সংবাদের
ভিত্তিতে জেলা ডিবি পুলিশ ছিনতাইকারদের
ধরতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায়
কোকাকোলা কোম্পানির সামনে অভিযান চালায় এসময়
ডিবি পুলিশের সাথে ছিনতাইকারীদের
গ্রুপের প্রকাশ্য-দিবালোকে গুলিবিনিময় হয়।
ডিবি পুলিশের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়।
আহত হয় ডিবির ২ এসআই ও ২ ছিনতাইকারীসহ ৪
জন। রোববার বেলা সোয়া ১১ টায় এ সংঘর্ষের
ঘটনা ঘটে । আহত ডিবি পুলিশ ও
ছিনতাইকারীরা কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত
ছিনতাইকারী রাব্বিকে মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার
বেলা সোয়া ১১ টায় আলেখারচর বিশ্বরোড এলাকার
কোকাকোলা কোম্পানির সামনে দিয়ে দুই
মোটরসাইকেলে করে ছিনতাইকারীদের গ্র“প
একটি যাওয়ার সময় ডিবি পুলিশ তাদের
ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য
করে ছিনতাইকারীরা গুলি ছুড়ে। পরে পুলিশও
পাল্টা গুলি ছুড়লে উভয় গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু
হয়। এ সময় পুলিশের শটগানের ১৬ রাউন্ড ও
পিস্তলের ১০ রাউন্ডসহ ২৬ রাউন্ড গুলিবর্ষণের
ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের
গুলিতে ঘটনাস্থলে ছিনতাইকারি রাব্বি (৩০) নিহত
হয়। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল
ইসলাম, এসআই নজরুল ইসলাম ও ছিনতাইকারী জনি,
শাহাদাত হোসেন দুলালসহ ৪ জন আহত হয়। পুলিশ
ঘটনাস্থল থেকে ডিবির এসআই ফিরোজের নিকট
হইতে লুণ্ঠিত ৩ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করে।
এ সময় ডিবি পুলিশ ৪ রাউন্ডগুলিসহ
২টি বিদেশী পিস্তল, ১টি মোটর সাইকেল উদ্ধার
করে এবং পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হলো- নগরীর অশোকতলা সর্দার বাড়ির
মৃত কালু মিয়ার পুত্র মোঃ জনি (২২), ফেনী জেলার
উত্তর বিরিঞ্চি মিজি বাড়ির তাজুল ইসলামের পুত্র
শাহাদাত হোসেন ওরফে দুলাল (২০)। নিহত
ছিনতাইকারী রাব্বি নগরীর অশোকতলা খান বাড়ির
বাবুল মিয়ার পুত্র।
এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার টুটুল
চক্রবর্তী জানান- কুমিল্লার অবৈধ
অস্ত্রধারী সন্ত্রাসী ও শীর্ষ
ছিনতাইকারী জিরা সুমনের ৩ সহযোগিকে গ্রেফতার
করতে গিয়ে বন্দুক যুদ্ধে ১ জন নিহত হয়। অপর ২
জনকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরও
জানান- জিরা সুমনকে গ্রেফতারে পুলিশের ২৭ টিম
কাজ করছে। শীঘ্রই জিরা সুমনকে গ্রেফতার
করা হবে।
উল্লেখ্য যে, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার
বেলা পৌণে ১২ টার দিকে নগরীর ঝাউতলার ব্র্যাক
ব্যাংকের সামনে নিরাময় হাসপাতালের
গলিতে কুমিল্লা ডিবির উপ-পরিদর্শক (এসআই)
ফিরোজ মাহমুদকে মাথায় পিস্তল
ঠেকিয়ে গুলি করে পিস্তল ছিনিয়ে নেয় নগরীর
ঝাউতলা নগরীর শীর্ষ ছিনতাইকারী জিরা সুমন ।
এসআই ফিরোজকে নগরীর মুন হাসপাতালের অপারেশন
থিয়েটারে সাময়িক চিকিৎসা শেষে ঐদিন দুপুরে উন্নত
চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরণ
করা হয়।বর্তমানে তার অবস্তা আশংকাজনক
বলে জানা যায়।

No comments: