Headlines



gazitv2

w41j

gazitv

Monday, November 17, 2014

যেভাবে গুগল জানে আপনার ইন্টারনেটে ব্যাবহৃত সব তথ্য

প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারী মাত্রই গুগল
ব্যবহারে একটি চুক্তি করছেন। আর এর আওতায়
আপনি ব্যবহার করছেন জিমেইল, গুগল ম্যাপ ও
ইউটিউব। ফলে আপনার পছন্দের নানা তথ্য
চলে যাচ্ছে গুগলের কব্জায়। পরবর্তীতে এ
তথ্যগুলো গুগল বিক্রি করছে বিভিন্ন বিজ্ঞাপনদাতার
কাছে। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস
ইনসাইডার।
গুগল আপনার সম্পর্কে যত বেশি জানবে তত
বেশি বিজ্ঞাপনদাতাদের পছন্দমতো বিজ্ঞাপন
পাবেন আপনি। আপনি যদি হন একজন সঠিক গ্রাহক
তাহলে আপনার সামনে বিজ্ঞাপন প্রদর্শন
করতে বেশি অর্থ খরচ করতেও
আপত্তি করবে না বিজ্ঞাপনদাতারা।
উদাহরণস্বরূপ বলা যায়,
আপনি যদি ভ্রমণে উৎসাহী হন বা ঘন ঘন ভ্রমণ
করে থাকেন তাহলে এয়ারলাইন্স
কোম্পানিগুলো আপনাকে খুঁজে বের করার
চেষ্টা করবে। গুগলের মাধ্যমে আপনার সন্ধান
পাওয়া গেলে তারা আপনার সামনে প্রদর্শিত
বিজ্ঞাপনের জন্য বেশি অর্থ ব্যয় করতেও
আপত্তি করবে না।
আর এ জন্যই গুগল নানা পদ্ধতি ব্যবহার
করে বিজ্ঞাপনদাতাদের জন্য সঠিক ব্যক্তির সন্ধান
করে। আপনার নানা বিষয় বিশ্লেষণ করে তা লিপিবদ্ধ
করে গুগল। এক্ষেত্রে গুগলের
কোনো একটি সার্ভিসে লগইন করলেই
আপনাকে শনাক্ত করে নেয় প্রতিষ্ঠানটি।
অ্যাডস সেটিংস সাইটে (www.google.com/
settings/ads) লগইন করে আপনার সম্বন্ধে গুগল
কী জানে, তা দেখা সম্ভব।

No comments: