Headlines



gazitv2

w41j

gazitv

Monday, November 17, 2014

যে কারণে প্রবল সমালোচনার মুখে শিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর অসম
বয়সী দুই প্রেমিকা-প্রেমিকার
কাহিনী নিয়ে হাজির হতে যাচ্ছেন শিমলা। অসম
প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাগুলো বরাবরই
বিতর্কের জন্ম দিয়েছেন। উদাহারণ
হিসেবে বলা যেতে পারে ভারতীয়
সিনেমা ‘এক ছোটি সি লাভ স্টোরি’ এবং ‘নিশাব্দ’ এর
কথা। তবে শিমলা মনে করেন বিতর্ক সৃষ্টি হওয়ার
কোনো কারণ নেই।
ছবিটির গল্পে দেখা যাবে ১৮ বছরের এক তরুণ
প্রেমে পড়ে যায় ৩০ বছরের এক মেয়ের।
এইচ.এস.সি পড়ুয়া ঐ তরুণ কলেজ থেকে ফেরার
সময় কলেজের পাশেই এক বাড়ির পাশের
ছাদে প্রতিদিন এক মেয়েকে দেখে। কলেজ
যাওয়া আসার পথে প্রতিদিন
দেখা হতে থাকে সেই মেয়ের সাথে। বাড়ির
ছাদে যে মেয়ে দাঁড়িয়ে থাকে তিনি বিদেশ
থেকে চিত্রকলার ওপর পড়াশোনা শেষ
করে দেশে এসেছেন। অলস সময় কাটান
ছাদের ওপর। আর তার প্রেমেই পড়ে যায় সেই
কলেজ পড়ুয়া তরুণ। এমন কাহিনীটি লিখেছেন
পরিচালক রুবেল আনুশ।
আশা-তিশা প্রযোজিত এই ছবিটিতে ১৮ বছরের
তরুণের চরিত্রে দেখা যাবে মামুনকে ও ৩০
বছরের মেয়ের
চরিত্রে দেখা যাবে শিমলা’কে। ছবিটির অন্যান্য
চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াত, পুলক,
বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী,
আফরিন।
বয়ঃসন্ধিকালের এক কিশোরের সঙ্গে নিষিদ্ধ
প্রেমে জড়িয়ে পড়েছেন চিত্রনায়িকা শিমলা!
তবে বাস্তবে নয়, শিমলার নতুন ছবি `নিষিদ্ধ
প্রেমের গল্প`র কাহিনীটা এমনই।
ছবিতে শিমলা একজন শিক্ষিকা। জড়িয়ে পড়েন অসম
প্রেমে।
চলিত মাসেই কাজ শুরু হচ্ছে শিমলার নতুন ছবিটির।
এর জন্য নিজেকে প্রস্তুত করছেন
চিত্রনায়িকা শিমলা। অসম প্রেমের
কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করছেন রুবেল
সিদ্দিকী। ঢাকার বিভিন্ন লোকেশনে এর
শুটিং হবে।
বয়ঃসন্ধিকালের এক কিশোরের সঙ্গে শিক্ষিকার
প্রেমকাহিনী নিয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির
প্রেক্ষাপট গড়ে উঠেছে। এতে সিমলা ওই
শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন।
শিমলা অভিনীত সর্বশেষ
ছবি হিসেবে মুক্তি পেয়েছে নেকাব্বরের
মহাপ্রয়াণ। ছবিটিতে শিমলার অভিনয় দারুণ প্রশংসিত
হয়েছে। এবার `নিষিদ্ধ প্রেমের গল্প`
ছবিতে কতটা অভিনয় প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন
সেটাই দেখার বিষয়।
এ প্রসঙ্গে শিমলা বলেন- `ক্যারিয়ারের শুরু
থেকেই আমি দেখেশুনে অভিনয়
করে আসছি। তাই আমার ছবির সংখ্যাও খুব বেশি নয়।
তবে যেগুলোতে আমি অভিনয় করছি, তার
প্রতিটাই দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
অসম বয়সী দুই প্রেমিকা-প্রেমিকার
কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন নবীন
নাট্যনির্মাতা রুবেল আনুশ।সিনেমাতে শিমলা অভিনয়
করছেন বিদেশফেরত ফ্যাশন ডিজাইনার মারিয়ার
চরিত্রে। তার বিপরীতে কলেজছাত্র নিশোর
ভূমিকায় দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত
মামুনকে।
তিনি বলেন, সিনেমাতে এমন কোনো দৃশ্য
নেই যাতে বিতর্ক তৈরি হতে পারে। আমিও
দর্শকের কথা মাথায় রাখি। এমন
কোনো গল্পে কেন কাজ করবো, যা দর্শক
গ্রহণ করবে না। তারপরও বিতর্ক হতেই পারে।
আর নায়িকার কাজ নিয়ে তো আলোচনা-
সমালোচনা হতেই পারে। এসব যদি নাই হলো,
তবে কিসের নায়িকা আমি!
সিনেমাটির বেশ কিছু দৃশ্যের
শুটিং হয়েছে বলে জানান পরিচালক আনুশ।
তিনি বলেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই
সিনেমাটি নির্মাণে উদ্যোগী হয়েছেন তিনি।
আমাদের দেশে তরুণ প্রজন্মের গল্প
নিয়ে সিনেমা নির্মিত হয় না। তাদের বয়ঃসন্ধিকালীন
নানা ইস্যু নিয়ে সিনেমা নির্মিত হতে পারে।
আমি সিনেমাতে এক কলেজপড়ুয়া তরুণের
প্রেমে পড়ার গল্প বলতে চেয়েছি।
সিনেমাতে যৌনতা নয়, তরুণ-তরুণীদের
নানা সমস্যার কথা বলতে চেয়েছি। কলেজ,
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের জন্যই মূলত
সিনেমাটি নির্মাণ করছি আমি।




No comments: