Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 2, 2014

জেনে নিন, বৈদ্যুতিক শক বা তড়িতাহত হলে কীভাবে চিকিৎসা দিতে হয় ?

লাইফ ডেস্ক : বৈদুতিক শকে একজন মানুষের
মৃত্যু পর্যন্তও হতে পারে। কিন্তু বৈদ্যুতিক
শকে আক্রান্ত একজনকে বাঁচানোও বেশ
ঝুঁকিপূর্ণ। তাহলে বৈদ্যুতিক শক বা তড়িতাহত
হলে কি করণীয় ?
বৈদুতিক শকে আহত ব্যক্তিকে প্রাথমিক
চিকিৎসা দেওয়ার সময় ৩ টি বিষয় অবশ্যই
মনে রাখবেন-
১. ব্যক্তি কী কারণে আহত হয়েছেন
২. কতটুকু প্রাথমিক চিকিৎসা তার প্রয়োজন
এবং
৩. কীভাবে দ্রুত নিরাপদ
স্থানে নিয়ে যাবেন।
বিদুৎ প্রবাহ আছে এমন কোনো খোলা তারের
সংস্পর্শে এলে যে কোন ব্যক্তির
দেহে বিদুৎতায়ন হয়ে অনেক বড় আঘাত
সৃষ্টি করে। ফলে সেই ব্যক্তি আহত বা তার
মৃত্যু হয়। আর এরকম ঘটনা অনেক বেড়ে গেছে।
এ ঘটনাগুলো সংঘটিত হওয়ার প্রধান কারণ
অবহেলা বা অসাবধানতা।
এ ধরনের ঘটনা আপনার সামনে সংঘটিত
হলে এসময় কখনই ঘাবড়ে যাবেন না,
বরং মাথা ঠান্ডা রেখে উপস্থিত
বুদ্ধি দিয়ে সেই দুর্ঘটনায়
পড়া ব্যক্তিকে রক্ষা করবেন। বিদুৎতায়িত
ব্যক্তিকে রক্ষা করার লক্ষ্যে প্রথমেই
আপনাকে মেইন সুইচ খুঁজে বের
করতে হবে এবং তা অফ করতে হবে। মেইন
সুইচ
পাওয়া না গেলে শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে ব্য
থেকে বিচ্ছিন্ন করবেন অথবা আপনার
আশেপাশে কোনো রাবারের গ্লাস
বা জুতা থাকলে তা পরে ধাক্কা দিয়ে দুর্ঘটনা এলাক
একটি বিষয়ে সবসময় সচেতন থাকবেন
যে কখনই খালি হাতে বিদুৎতায়িত
ব্যক্তিকে স্পর্শ করতে যাবেন না।
কেননা যদি তা না করেন তাহলে আপনার
দেহও বিদুতায়িত হয়ে যাবে।
এরপরে কিছু প্রাথমিক চিকিৎসা দিবেন।
যেমন :
*বিদুৎতায়িত ব্যক্তির শ্বাস প্রশ্বাস
স্বাভাবিক না হওয়া পযন্ত কৃত্রিম শ্বাস
প্রশ্বাস প্রত্রিয়া চালু রাখতে হবে।
* গলা, বুক, ও কোমরের কাপড়
আলগা করে দিতে হবে।
* যেখানে পুড়ে গেছে।
তাতে জরুরী চিকিৎসা দিতে হবে।
* স্বাভাবিক আঘাতের
চিকিৎসা চালাতে হবে।
* যত দ্রুত সম্ভব ডাক্তারের
কাছে বা হাসপাতালে নিতে হবে।

No comments: