Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 16, 2014

স্কাইপ ডাউনলোড না করে ব্রাউজার থেকেই কল

প্রযুক্তি ডেস্ক: এখন থেকে স্কাইপ
অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেও শুধু ব্রাউজার
ব্যবহার করেই স্কাইপ ফোন কল করা যাবে।
মাইক্রোসফট ১৪ নভেম্বর শুক্রবার
পরীক্ষামূলকভাবে ব্রাউজার থেকে ফোন কল
করার সুবিধাসম্পন্ন স্কাইপের একটি সংস্করণ উন্মুক্ত
করেছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, স্কাইপের
নতুন সংস্করণটি ব্যবহারের ফলে বিশেষ
অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন
পড়বে না। বার্তা সংস্থা এএফপি এক খবরে এ তথ্য
জানিয়েছে।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে,
কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারের
পরিবর্তে ওয়েব ব্রাউজিং করার সময় কিংবা স্কাইপ
নেই এমন কম্পিউটারের সামনে থাকলে নতুন
সংস্করণটি কাজে লাগবে। এ ছাড়া ভ্রমণের সময়
ইন্টারনেট ক্যাফে কিংবা হোটেলের কম্পিউটার
থেকে যোগাযোগের জন্য স্কাইপের এই
সংস্করণ ব্যবহার করা যাবে। সাধারণত যেসব
পিসিতে স্কাইপ ডাউনলোড করার সুযোগ থাকে না,
সেখান থেকে ব্রাউজারের মাধ্যমেই স্কাইপ কল
করা যাবে।
প্রাথমিক অবস্থায় অল্প কিছু ব্যবহারকারীর জন্য এ
সেবাটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত
করছে মাইক্রোসফট। শিগগিরই বিশ্বব্যাপী এই
সংস্করণটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার
কথা জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, প্রতিদিন স্কাইপ ব্যবহার
করে ২০০ কোটি মিনিট ভয়েস ও ভিডিও কল
করা হয়।
২০০৩ সালে যাত্রা শুরু করে স্কাইপ। ২০১১
সালে মাইক্রোসফট স্কাইপকে কিনে নিয়েছে।

No comments: