Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 8, 2014

বরিশাল নৌবন্দরেও চলছে কর্মবিরতি

নৌপথের শ্রমিকদের নিরাপত্তার নিশ্চিত করার
দাবিতে বাংলাদেশ লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিক
ইউনিয়নের ডাকা কর্মবিরতি চলছে বরিশাল
নৌবন্দরেও।
শনিবার সকাল থেকে বরিশাল বন্দরে সব ধরনের পণ্য
খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। বাংলাদেশ নৌযান
ফেডারেশনের আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ
সম্পাদক একিন আলী মাস্টার জানান, নৌ-
শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আমরা বরিশাল
নৌবন্দরে পণ্য খালাস ও পরিবহন থেকে বিরত
রয়েছি। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত
না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।
বন্দরের শ্রমিক জামাল হোসেন জানান, কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নৌ-বন্দরের সব
কার্যক্রম বন্ধ করে
দিয়েছে শ্রমিকরা। ফলে বরিশাল নগরীর ৩টি স্পট
কেডিসি, চাঁদমারি ও দপদপিয়াসহ দক্ষিণাঞ্চলের
নদীগুলোতে কয়েক হাজার জাহাজ নোঙর
করে রাখা হয়েছে। একটি লাইটার জাহাজে ডাকাতি ও
সাত শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনার পর
নদী পথে সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি বন্ধ
এবং নৌযানে কাজ করা শ্রমিকদের নিরাপত্তার
দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের
কর্মবিরতির ডাক দেয় লাইটার (ছোট আকারের
পণ্যবাহী) জাহাজের শ্রমিকরা। পরে এতে সমর্থন
জানিয়ে দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান
শ্রমিক ফেডারেশন। এতে দেশের প্রধান দুই সমুদ্র
বন্দর চট্টগ্রাম ও মংলায় অভ্যন্তরীণ ও
বহির্বাণিজ্যের সব কাজ বন্ধ হয়ে গেছে। একিন
আলী মাস্টার আরও বলেন, শুক্রবার সন্ধ্যায়
চট্টগ্রাম থেকে সারবোঝাই এমভি কর্ণফুলী-৫
বাঘাবাড়ি যাচ্ছিল। পথে লক্ষ্মীপুরের
রামগতি উপজেলার কমলগঞ্জ থানার বাতির শাইল
এলাকায় পৌঁছালে জাহাজটি ডাকাতদের কবলে পড়ে।
ডাকাতরা মালামাল লুট করে ১০ জন নৌ-শ্রমিকের
মধ্যে তিন জনকে কেবিনে আটকে রাখে। এরপর
থেকে বাকি সাত শ্রমিক নিখোঁজ।

No comments: