Headlines



gazitv2

w41j

gazitv

Monday, November 10, 2014

জেনে নিন, পর্যাপ্ত ঘুম যেভাবে আপনার কোমর রাখবে মেদহীন !

লাইফ ডেস্ক : বাড়তি মেদ ঝরিয়ে ছিপছিপে কোমরের
অধিকারী হবার ইচ্ছে থাকে অনেকেরই। এর
পেছনে ডায়েট এবং ব্যায়াম অসাধারণ
ভূমিকা রাখতে পারে সত্যি। কিন্তু কোমর মেদহীন
রাখার পেছনে আরও একটি গোপন কৌশল আছে,
তা হলো রাত্রের ভালো ঘুম। অনেকে ভাবতে পারেন
বেশি ঘুমালে তো ওজন বাড়ে। ঘুম কি করে মেদ
কমাবে? তবে দেখে নিন কি করে পর্যাপ্ত ঘুম
আপনার কোমর ছিপছিপে রাখে।
১) খাওয়া কম হয়:
আপনার ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন
লেপ্টিন এবং গ্রেলিন এর ওপর প্রভাব রাখে ঘুম।
যথেষ্ট ঘুম না হলে লেপ্টিনের পরিমাণ কমে যায়
এবং গ্রেলিনের পরিমাণ বেড়ে যায়, ফলে নিজের
অজান্তেই অতিরিক্ত খাওয়া শুরু করেন আপনি।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়,
যে নারীরা যথেষ্ট ঘুমান না, অন্যদের তুলনায়
তারা গড়ে ৩০০ ক্যালোরি বেশি গ্রহণ করে থাকেন।
২) পেটে মেদ জমতে দেয় না:
অদ্ভুত হলেও সত্যি,
দুশ্চিন্তা এবং বিষণ্ণতা পেটে মেদ জমার
পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম
আপনার দুশ্চিন্তা এবং বিষণ্ণতা দুই-ই কম রাখে।
৩) মেদ জমার জন্য দায়ী জিনকে দমিয়ে রাখে:
অনেক সময়ে বংশগত কারণেই আমাদের
শরীরে জমে থাকে মেদ। গবেষণায় দেখা যায়,
যারা রাত্রে প্রয়োজনের চাইতে কম ঘুমিয়ে থাকেন,
তাদের ক্ষেত্রে এসব জিনের প্রভাব
বেশি পরিলক্ষিত হয়।
৪) আপনাকে রাখে প্রাণবন্ত:
রাতভর শান্তির ঘুম হবার পর সারাদিন যতই ব্যায়াম
করুন না কেন, আপনি ক্লান্ত হবে না সহজে। আবার
ব্যায়াম করার পর ঘুমটাও হবে ভালো।
এতে তৈরি হয়ে যাবে সুস্থতার একটি চক্র
যাতে কোমরের মেদ
কমিয়ে ঝরঝরে হয়ে যেতে পারবেন আপনি। আর
যদি ঘুম ভালো না হয়, তবে ব্যায়াম করতে ইচ্ছেই
করবে না আপনার। ফলে মেদ কমানোর ইচ্ছেটাকেও
ভুলে যেতে হবে।

No comments: