Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, November 5, 2014

মিশরে স্কুলবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭

আর্ন্তজাতিক ডেস্ক : স্কুলবাসের
সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল
১৭ জনের৷ বুধবার মিশরের উত্তরপ্রান্তে নিল
ডেল্টা প্রদেশের দামানহুর শহরে দুর্ঘটনাটি ঘটে৷ এই
ঘটনায় জখম হন কমপক্ষে ২০ জন৷
ওই স্কুলবাসে মাধ্যমিক স্কুলের ছাত্ররা ছিল
বলে জানা গিয়েছে৷ সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন
ধরে যায়৷ আগুনে বীভৎস ভাবে পুড়ে যাওয়ায় অধিকাংশ
দেহই শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে নিহতদের
মধ্যে কতজন ছাত্র রয়েছে, সে সম্পর্কে এখনও
অনিশ্চিত পুলিশ৷
দুর্ঘটনার পর একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার
সময় ওই প্রদেশের গভর্নর বলেন, প্রচণ্ড বৃষ্টির
ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷গাড়ির
চাকা পিছলে গিয়েই দুর্ঘটনাটি ঘটে৷ প্রসঙ্গত,
মিশরে সড়ক দুর্ঘটনা রোজনামচা৷ গত বছর দুর্ঘটনায়
মৃত্যু হয়েছিল প্রায় দেড় হাজার মানুষের৷ –
ওয়েবসাইট।

No comments: