Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, November 5, 2014

এইডস নির্মূলের পন্থা আবিষ্কার

নিউজ ডেস্ক : মরণব্যাধি এইচআইভি এইডস
সারাতে নতুন উপায় আবিষ্কার করেছেন এক
ফরাসী বিজ্ঞানী। এটি এইডস নির্মূল করার
ক্ষেত্রে নতুন দিক দেখাবে বলে মনে করছেন তিনি।
জানা যায়, এইডস আক্রান্ত দুই ব্যক্তি ওই
পন্থা অবলম্বন করেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
দু’জনের শরীরে এইচআইভি ছিল। কিন্তু একটি বিকল্প
এইচআইভি জিন কোডিং তৈরি হয়ে যাওয়ায় ওই
ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর থেকে গত ৩০
বছরে তাদের শরীরে এইডস ধরা পড়েনি।
এভাবে যদি জিন কোডিং দেওয়া যায়
তাহলে এইচআইভি থেকে মুক্তি পাওয়া সম্ভব
বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

No comments: