Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 29, 2014

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক এমপি শাখাওয়াত হোসেন গ্রেপ্তার

একাত্তরে মুক্তিযুদ্ধ
চলাকালে মানবতাবিরোধী অপরাধের
অভিযোগে অভিযুক্ত যশোর-৬
(কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য
মাওলানা শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার
করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে রাজধানীর উত্তরখানের
মাস্টাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, শাখাওয়াত গত
একমাস যাবৎ মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসায়
ছিলেন।
তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের
মামলায় তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শাখাওয়াত হোসেন ১৯৯১
সালে জামায়াতে ইসলামীর
পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন
থেকে এমপি নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির
আগেই জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ
দেন। পরে ১৯৯৬
সালে বিএনপি থেকে মনোনয়ন
পেয়ে নির্বাচন করে পরাজিত হন।
২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ
নির্বাচনে বিএনপির
বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন
করলে আবারো তিনি পরাজিত হন। ২০০৬
সালে অলি আহমেদের এলডিপিতে যোগ
দেন শাখাওয়াত। পরের বছর
দেশে জরুরি অবস্থা জারির পর ফেরদৌস
আহম্মেদ কোরেশীর পিডিপিতে যোগ
দেন।
সাখাওয়াত হোসেনের বাবার নাম ওমর
আলী, গ্রাম হিজলডাঙ্গা, থানা কেশবপুর।

No comments: