Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, May 13, 2014

বিশ্বকাপে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে কাতার সময় : 11:50

বিশ্বকাপে বাংলাদেশ
থেকে শ্রমিক
নেবে কাতার
সময় : 11:50pm । প্রকাশের তারিখ :
13/05/2014
আর্ন্তজাতিক ডেস্ক : ২০২২ সালের
কাতার বিশ্বকাপ ফুটবল
উপলক্ষে বাংলাদেশ থেকে বিপুল
সংখ্যক শ্রমিক
নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির
প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন
খলিফা আল থানি।
সোমবার কাতারে অনুষ্ঠিত ১৪তম
দোহা ফোরামের
আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আহমেদের সঙ্গে এক বৈঠকে তিনি এ
কথা বলেন।
কাতার সরকারের আমন্ত্রণে ১৪তম
দোহা ফোরামে অংশ
নিতে বাণিজ্যমন্ত্রী এখন দোহায়
অবস্থান করছেন।
উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপের
আয়োজক দেশ কাতার। ২০১০ সালের
ডিসেম্বরে আন্তর্জাতিক ফুটবল
সংস্থার (ফিফা) ২২ সদস্যের
নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ
কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের
আয়োজক হওয়ার সুযোগ পায় দেশটি।
বৈঠকে আল থানি বলেন, ‘কাতার
বিশ্বকাপ উপলক্ষে ব্যাপক
উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে। এজন্য
বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক
শ্রমিক নেয়া হবে।’
এছাড়া কাতারের
প্রধানমন্ত্রী বাংলাদেশের
জ্বালানি খাত ও তরল প্রাকৃতিক
গ্যাস (এলএনজি) টার্মিনাল
নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ
করেন।
বৈঠকে তোফায়েল আহমেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ
থেকে শুভেচ্ছা জানিয়ে কাতারের
প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের
আমন্ত্রণ জানান। এসময় কাতারের
প্রধানমন্ত্রীও বাংলাদেশের
প্রধানমন্ত্রীকে সেদেশ সফরের
আমন্ত্রণ জানান।


Posted via Blogaway

No comments: