Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label probashi news. Show all posts
Showing posts with label probashi news. Show all posts

Thursday, July 17, 2014

আমিরাতে তিন অবৈধ বাংলাদেশি গ্রেফতার

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’য় জালনোট
তৈরি ও সরবরাহের অভিযোগে তিনজন অবৈধ
বাংলাদেশিকে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেফতার
করেছে শারজাহ পুলিশ।
বুধবার শারজাহ আল লাথিথ এলাকা থেকে তাদের
গ্রেফতার করা হয়।
শারজাহ পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য
তাদের রিমান্ডে নিয়েছে।
তবে গ্রেফতার বাংলাদেশিদের পূর্ণ নাম প্রকাশ
করেনি আমিরাতের স্থানীয় পত্রিকাগুলো। প্রকাশ
করেছে শুধু তাদের নামের প্রথম অক্ষর।
শারজাহ পুলিশ কেন্দ্রীয় জেলা পরিচালক কর্নেল
আরেফ মোহাম্মদ আল
শামসি সেদেশে অবৈধভাবে বসবাস করছে এমন
সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে আহ্বান
জানিয়েছেন।

posted from Bloggeroid

Tuesday, May 13, 2014

বিশ্বকাপে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে কাতার সময় : 11:50

বিশ্বকাপে বাংলাদেশ
থেকে শ্রমিক
নেবে কাতার
সময় : 11:50pm । প্রকাশের তারিখ :
13/05/2014
আর্ন্তজাতিক ডেস্ক : ২০২২ সালের
কাতার বিশ্বকাপ ফুটবল
উপলক্ষে বাংলাদেশ থেকে বিপুল
সংখ্যক শ্রমিক
নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির
প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন
খলিফা আল থানি।
সোমবার কাতারে অনুষ্ঠিত ১৪তম
দোহা ফোরামের
আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আহমেদের সঙ্গে এক বৈঠকে তিনি এ
কথা বলেন।
কাতার সরকারের আমন্ত্রণে ১৪তম
দোহা ফোরামে অংশ
নিতে বাণিজ্যমন্ত্রী এখন দোহায়
অবস্থান করছেন।
উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপের
আয়োজক দেশ কাতার। ২০১০ সালের
ডিসেম্বরে আন্তর্জাতিক ফুটবল
সংস্থার (ফিফা) ২২ সদস্যের
নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ
কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের
আয়োজক হওয়ার সুযোগ পায় দেশটি।
বৈঠকে আল থানি বলেন, ‘কাতার
বিশ্বকাপ উপলক্ষে ব্যাপক
উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে। এজন্য
বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক
শ্রমিক নেয়া হবে।’
এছাড়া কাতারের
প্রধানমন্ত্রী বাংলাদেশের
জ্বালানি খাত ও তরল প্রাকৃতিক
গ্যাস (এলএনজি) টার্মিনাল
নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ
করেন।
বৈঠকে তোফায়েল আহমেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ
থেকে শুভেচ্ছা জানিয়ে কাতারের
প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের
আমন্ত্রণ জানান। এসময় কাতারের
প্রধানমন্ত্রীও বাংলাদেশের
প্রধানমন্ত্রীকে সেদেশ সফরের
আমন্ত্রণ জানান।


Posted via Blogaway