Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, July 17, 2014

আমিরাতে তিন অবৈধ বাংলাদেশি গ্রেফতার

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’য় জালনোট
তৈরি ও সরবরাহের অভিযোগে তিনজন অবৈধ
বাংলাদেশিকে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেফতার
করেছে শারজাহ পুলিশ।
বুধবার শারজাহ আল লাথিথ এলাকা থেকে তাদের
গ্রেফতার করা হয়।
শারজাহ পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য
তাদের রিমান্ডে নিয়েছে।
তবে গ্রেফতার বাংলাদেশিদের পূর্ণ নাম প্রকাশ
করেনি আমিরাতের স্থানীয় পত্রিকাগুলো। প্রকাশ
করেছে শুধু তাদের নামের প্রথম অক্ষর।
শারজাহ পুলিশ কেন্দ্রীয় জেলা পরিচালক কর্নেল
আরেফ মোহাম্মদ আল
শামসি সেদেশে অবৈধভাবে বসবাস করছে এমন
সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে আহ্বান
জানিয়েছেন।

posted from Bloggeroid

No comments: