Headlines



gazitv2

w41j

gazitv

Friday, June 6, 2014

নর্দান ভার্সিটিতে হামলা, আহত ১৫

রাজধানীর কারওয়ান বাজারের নর্দান বিশ্ববিদ্যালয়ে শুক্রবার
বহিরাগতদের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত
হয়েছেন।
পরে শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে দু’পক্ষের
মধ্যে সংঘর্ষ হয়। তবে বিপুলসংখ্যক হামলাকারীর
বিরুদ্ধে শিক্ষার্থীরা তেমন কোনো প্রতিরোধ
গড়তে পারেননি।
এ সময় বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ভবনের কয়েকটি তলায়
ব্যাপক ভাংচুর চালায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভবন নির্মাতা প্রতিষ্ঠান
ইডিবির 'ভাড়াটে সন্ত্রাসী'রা এই হামলা চালায়। পরে পুলিশ
পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ২৭
জনকে আটক করা হয়েছে। সেখানে মোতায়েন
করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক মাকারিয়াস দাস
সমকালকে বলেন, "ভবনটির দুটি তলার মালিকানা ও দখল
নিয়ে সংঘর্ষ হয়। আটককৃতদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে। এর মধ্যে যারা সংঘর্ষে জড়িত ছিল তাদের
গ্রেফতার দেখানো হবে। এ ঘটনায় নর্দান বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) এখতেদার আহমেদ
সিদ্দিকী বাদী হয়ে একটি মামলা করেছেন।"
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন,
"বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আবাসন
নির্মাতা প্রতিষ্ঠানের বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।"


Posted via BN24Hour

No comments: