Headlines



gazitv2

w41j

gazitv

Friday, June 6, 2014

এক ছবিতে ১৪০ বার পোশাক বদল!

দুই-চারটি প্রায়শই হয়৷ হালফিলে তো আকছার হচ্ছেই৷
খুব বেশি হলে ১০ বা ১৫টি৷ এ বাজারে চলতা হ্যায়৷ কিন্তু
তা বলে কেউ ১৪০টি পোশাক পরবে! তা-ও আবার
একটি ছবিতে! এ তো এক্কেবারে রেকর্ড!
তা এমন মহান কম্মোটি কে করলেন? আরে, ভারতীয়
ক্রিকেট দলের নয়া তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির
‘গার্লফ্রেন্ড’৷ অনুষ্কা শর্মা৷ পরিচালক অনুরাগ
কাশ্যপের ‘বম্বে ভেলভেট’ ছবিতে নাকি টিনসেল টাউনের
এই সেক্সি-চুলবুলি অভিনেত্রীটি ১৪০টি পোশাক পরেছেন৷
কী ঝক্কি! তা-ও আবার যেমন-তেমন নয়, প্রত্যেকটিই
ডিজাইনার পোশাক৷ এক্কেবারে এক্সকুসিভ!
তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা ফ্যাশন
ডিজাইনার নীহারিকা খান৷ কম খাটনি যায়নি নীহারিকার৷ বহু
দিনের রিসার্চের ফল এই পোশাকগুলি৷ ইন্দো-ওয়েস্টার্ন
হরেক কিসিমের ও হরেক রঙের ডিজাইনার পোশাকে মনের
মতো করে সাজিয়ে-গুছিয়েছেন অনুষ্কাকে৷
একে তো বিরাটের সঙ্গে মাখো-মাখো অনুষ্কাবেবির
প্রেম-কাহানি৷ তার উপর তার সাম্প্রতিকতম এই কাণ্ড-
কারখানায় তো আরব সাগরের তীরের মায়াবি দুনিয়ায়
রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ শোনা যাচ্ছে,
অনুষ্কা নাকি এ ছবিতে একজন গায়িকার ভূমিকার অভিনয়
করছেন৷ অনুষ্কার পোশাকে আশির দশকের ছোঁয়া পাবেন
দর্শকেরা৷ চলতি বছরের শেষেই
নাকি ছবিটি মুক্তি পেতে চলেছে৷
তাহলে সিনেমাহলে গিয়ে ছবি দেখবেন,
নাকি গুনতে থাকবেন অনুষ্কার পোশাক-সংখ্যা?
সিদ্ধান্তটা কিন্তু আপনার৷


Posted via BN24Hour

No comments: