দুই মহাদেশে অবস্থান হলেও একই ভাষায় কথা বলে ব্রাজিল
আর পর্তুগালের মানুষ। তাই বিশ্বকাপে আয়োজক ব্রাজিলের
মানুষের সমর্থনের প্রত্যাশা করছেন পর্তুগালের
তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
img
একটি ব্লগে ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো লিখেছেন,
“ভ্রাতৃপ্রতীম দেশ ব্রাজিলের মাটিতে বিশ্বকাপে লড়াই
করাটা হবে আকর্ষণীয়।”
ঐতিহাসিক সম্পর্ক আর ভাষায় মিল থাকায় ব্রাজিলের
ফুটবল ভক্তদের সমর্থন আশা করছেন রোনালদো।
“আমার মনে হয়, এটা হতে যাচ্ছে অসাধারণ অভিজ্ঞতা।
আর আমার বিশ্বাস, ব্রাজিলের মানুষ আমাদেরও সমর্থন
করবে।”
চোটের কারণে পর্তুগাল অধিনায়কের বিশ্বকাপে খেলার
স্বপ্ন দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে। দুই ধরণের
চোটে ভুগছেন তিনি। ঊরুর সমস্যার সঙ্গে যোগ
হয়েছে মাংসপেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখার তন্তুর চোট।
কোচ পাওলো বেন্তোই বলতে পারছেন না দলের সবচেয়ে বড়
তারকা কবে চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন।
বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ ১৬ জুন তিনবারের
চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে। ‘জি’ গ্রুপে এই দুই দলের
সঙ্গী ঘানা ও যুক্তরাষ্ট্র।
Posted via BN24Hour
No comments:
Post a Comment