Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, June 15, 2014

চোখ ধাঁধিয়ে দিলেন মেসি

মেসিকে শেষ
কবে এমন
উল্লাস
করতে দেখেছেন?
অনেক
প্রতীক্ষার
পর
অবশেষে বিশ্বকাপের
বিশ্বমঞ্চে চোখ
ধাঁধানো গোল
করলেন
মেসি। বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৬৫ তম
মিনিটে হিগুয়েইনের কাছ থেকে বল
পেয়ে মেসি যে গোলটি করলেন তা বহুদিন সম্মোহিত
করে রাখবে আর্জেন্টাইন সমর্থকদের।
মেসির মাপা শট যতক্ষণে বসনিয়ার
বারে ছোঁয়া দিয়ে জ্বালে গিয়ে জড়িয়েছে, ততক্ষণে তার
পায়ের যাদুর ঘোরে পড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন
বসনিয়ার দুই দুইজন ডিফেন্ডার।
প্রথমার্ধে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ ছিলেন
দর্শকরা। সবাই প্রতীক্ষায় ছিলেন মেসির চেনা যাদু
দেখতে। প্রতীক্ষার দীর্ঘ সময় পেরিয়ে মেসি সে যাদু
দেখিয়েছেন। মেসির যাদু দেখানো মানেই ফুটবল শিল্পের
চোখ ধাঁধানো প্রদর্শনী। আসলেও হয়েছে তাই।
প্রথমার্ধের নিষ্প্রাণ
খেলা বদলাতে সাবেলা দ্বিতীয়ার্ধে মাঠে নামান
হিগুয়েনকে। সাথে আগুয়েরো ও মেসি তো ছিলেনই।
তারপরের গল্পটা একান্তই শিল্পময় ফুটবলের।
আর্জেন্টিনার একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায়
বসনিয়া।

posted from Bloggeroid

No comments: