Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, August 13, 2014

এবার এইচ.এস.সি পরীক্ষায় পাস করেছেন মা কিন্তু ফেল করেছেন সন্তান

পাস করেছেন মা কিন্তু তার সন্তান ফেল
করেছেন, চলতি বছর একই সাথে এইচএসসি পরীক্ষায় মা-
ছেলে অংশ নিয়েছিলেন। আলোচিত ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের
কালিগঞ্জে। বয়স পঞ্চাশ ছুঁয়ে ফেলা মা মা জোবায়দা খানম
ও ছেলে ইমরান খান ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ
নেন। মা জিপিএ ৩.২০ পেয়ে উত্তীর্ণ হলেও ফেল করেন
ইমরান।
কালীগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর
বর্তমানে গৃহিনী জোবায়াদা খানম কালীগঞ্জের মধুগঞ্জ
ঢাকালে পাড়ার বাসিন্দা ফকরুদ্দিন খানের স্ত্রী। তিনি ও তার
ছেলে ইমরান হোসেন একই প্রতিষ্ঠান শহীদ নুর আলী কলেজ
থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

বিষয়ে জোবায়াদা খানম
জানান,
এসএসসি পাশ
করার
আগেই
বিয়ে হয়ে যাওয়ায়
পড়াশোনা থেমে যায়।
বিয়ের
পর
সংসার
নিয়ে ব্যস্ত
থাকলেও
পড়াশোনার
প্রতি অদম্য
ইচ্ছাই তাকে এ ফল দিয়েছে। ২ মেয়ে ও ২ ছেলের জননী।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি পাশ করার পর
এবার তিনি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
স্বামী ফকরুদ্দীন খানও তার পড়াশোনার সহযোগীতা করেন
বলে তিনি জানান। পাস করলেও ছেলের ফলাফলের
কারণে তিনি উচ্ছ্বসিত পারেন নি
Nb24 পক্ষ থেকে এই মায়ের জন্য
শুভকামনা -

posted from Bloggeroid

No comments: