Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, August 13, 2014

আযান ফুল ফোটে আযানের ধ্বনিতে! [ভিডিও]

ডেস্ক ॥ প্রকৃতির অনেক অদ্ভুত আচরণ
আছে। যার বৈজ্ঞানিক তেমন কোনো ব্যাখ্যা পাওয়া যায়
না। আর প্রকৃতির আচরণ যদি ধর্মীয় কাজের
সঙ্গে সম্পৃক্ত থাকে, তবে বলতেই হয়, সৃষ্টিকর্তার
কী অপার মহিমা! তেমনই একটি ফুল আযান ফুল। এই ফুল
ফোটে আযানের ধ্বনিতে।
সিএনএন-এর রিপোর্ট বলা হয়, আজারবাইজানের এক
মুসলিম গ্রামে মোহাম্মদ রহিমের বাগানে এক ধরনের ফুল
রয়েছে, যা আযানের ধ্বনিতে ফোটে। এই ফুল প্রতি পাঁচ
ওয়াক্তে আযানের ধ্বনিতে ফোটে। আযানের পর আবার
বন্ধ হয়ে যায়। আযানের প্রতিটি বাণীর
ছন্দে ফুলগুলো প্রস্ফুটিত হয়। ফজর, যোহর, আসর,
মাগরিব এবং এশা প্রত্যেক ওয়াক্তে আযানের
বাণী যেনো ফুলগুলোকে জাগ্রত করে ইবাদতের জন্য। আর
তাই ফুলটির নাম দেওয়া হয়েছে আযান ফুল। পৃথিবীর
হয়তো বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এই বিরল প্রজাতির
আযান ফুলদেখুন আযান ফুল সম্পর্কে সিএনএন’র সেই ভিডিও
রিপোর্টটি:

posted from Bloggeroid

No comments: