জিততে প্রস্তত ব্রাজিল। যে কোনো দলের
বিপক্ষে শক্তি দেখাতেও প্রস্তত তারা। নেইমার
আশা করছেন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার
মুখোমুখি হবে ব্রাজিল, আর ম্যাচটি অবশ্যই জিতবে তার
দল। ফাইনালে মেসিকে হারিয়েই শিরোপা জিততে চান
নেইমার।
ফিলিপ স্কলারির দল গত কনফেডারেশন্স কাপে বর্তমান
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শিরোপা জিতে। নেইমার
আসন্ন বিশ্বকাপেও দলের কাছে ঠিক তেমন পারফর্মই
আশা করছেন।
ভারতীয় এক সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে নেইমার
বলেন, "বিশ্বকাপে আমি আমার সামর্থ্যের
সেরাটা দেখাতে চাই। নিশ্চয় মেসিও তাই চাইবে।
আসলে মেসির সাথে বার্সেলোনার ড্রেসিংরুমে এক আড্ডায়
মেতেছিলাম আমি। তখন মেসিকে বলছিলাম
ফাইনালে আর্জেন্টিনা যদি ব্রাজিলের মুখোমুখি হয়,
তবে তবে ব্রাজিলই জিতবে শিরোপা।
মেসি আমাকে বলেছে শিরোপা জিতবে আর্জেন্টিনা।"
Posted via Blogaway
No comments:
Post a Comment