রেস্তোরাঁর খাবার বা কোনো রঙিন
পানীয় থেকে টিকটিকি উদ্ধারের
ঘটনা তো বহু ঘটেছে। এবার
একটি নামি রেস্তোরাঁর খাবারের
মধ্যে থেকে পাওয়া গেল কনডম!
রেস্তোরাঁ মালিকের কাছ অভিযোগ
জানালেব্যাপারটিধামাচাপাদেওয়ার
জন্য তিনি সেই কনডমটিকেই
গিলে নেন!
ঘটনাটি ঘটেছে চিনের আনহুই
এলাকায়।
জানা গেছে, আনহুই প্রদেশের
বাসিন্দা মাই লিয়ঙ্গ স্থানীয়
রেস্তোরাঁয় তাঁর পছন্দের
ক্যালামারি খেতে গিয়েছিলেন।
ক্যালামারি একটি মেডিটেরেনিয়ন
আমিষ পদ।
খাবার প্রায় শেষের দিকে তখনই
মাই লিয়ঙ্গের মুখের স্বাদ
পাল্টে যায়। স্কুইড
দিয়ে তৈরি এই পদে হঠাৎ
তিনি রাবারের স্বাদ পান।
নিজের পাত্রে ভালো করে লক্ষ
করে দেখেন, সেটা স্কুইড নয়,
কনডম!
তা দেখার পরই রাগে ফেটে পড়েন
মাই লিয়ঙ্গ। সটান এসে উপস্থিত
হন রেস্তোরাঁ মালিকের কাছে।
কিন্তু এর পর
কথা ধামাচাপা দেওয়ার জন্য
রেস্তোরাঁ-মালিক খাবারের
মধ্যে থেকে কনডম বের করে নেন।
কিন্তু
সেটাকেডাস্টবিনেফেলেক্ষমাচাওয়ার
পরিবর্তে মুখে পুরে নেন,
এমনকি গিলেও ফেলেন।
পরে রেস্তোরাঁ মালিককে এ
ব্যাপারে প্রশ্ন
করা হলে তিনি বলেন,
এমনটি করে যদি ক্ষমা না-
চাইলে, তাঁকে কোর্ট পর্যন্ত
নিয়ে যেতেন মাই লিয়ঙ্গ।
Posted via Blogaway
No comments:
Post a Comment