Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 31, 2014

আইপিএলের সেরা ৭এ সাকিব

ঢাকা: আর্থিক মূল্যমানের দিক থেকে আইপিএলের
সেরা সাতে উঠে এলেন সাকিব আল হাসান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-৭ এর (আইপিএল)
সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় সাত
নম্বরে অবস্থান করছেন সাকিব।
শনিবার আইপিএলের
ওয়েবসাইটে থেকে পাওয়া গেল এমনটাই।
আইসিসি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে বিশ্বের
সেরা অলরাউন্ডারের তালিকায় তিন
নম্বরে থাকা সাকিব, আইপিএলে দামি খেলোয়াড়
হওয়ার পথে পেয়েছেন ২২৬.৫ পয়েন্ট।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)
পক্ষে এবারের আইপিএলে উইলো হাতে ২১৫ রানের
পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।
সাকিবের এ পারফর্মেন্সে স্বাভাবিকভাবেই
বেজায় খুশি কেকেআর মালিক শাহরুখ খান।
সাকিবকে নিয়ে টুইটারেও নিজের উচ্ছ্বাস প্রকাশ
করেন তিনি।
রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের
বিরুদ্ধে আইপিএলের ফাইনাল খেলায় সাকিব
আবারও সাফল্য পাবেন এখন এই প্রত্যাশাই দুই
বাংলার কোটি কোটি সাকিব ভক্তের।


Posted via Blogaway

No comments: