Headlines



gazitv2

w41j

gazitv

Monday, October 13, 2014

ওটি’র ভেতরেও মেসিকে নিয়ে আক্ষেপ করলেন কবি নির্মলেন্দু গুণ !

ঢাকা: কবিতার পংক্তি নিয়ে কোনো বিভ্রাট নয়,
মেসি কেন গোল করতে পারল না- এমন
আত্মজিজ্ঞাসা নিয়েই অপারেশন থিয়েটারে (ওটি)
ঢুকেছিলেন কবি নির্মলেন্দু গুণ। সহজাতভাবেই
বলেছেন, ‘মেসি কেন গোল করতে পারলো না’।
তবে অপারেশনের আগে হাসি মুখেই স্বজনদের
কাছে বিদায় নেন বাংলা অধুনিক কবিতার অন্যতম
কবি নির্মলেন্দু গুণ।
সোমবার অস্ত্রোপচার চলার সময়
কথাগুলো বলছিলেন কবির প্রতিষ্ঠিত কাশবন উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ
কিশোর সরকার।
তিনি বলেন, ‘কবিকে যখন অস্ত্রোপচারের জন্য
নেয়া হয়, তখন কবি একদম ঘাবড়ে যাননি। তার
মধ্যে কোনো ভয় ভীতি কাজ করেনি। তিনি উপস্থিত
সবার খবর নিয়েছেন। তার স্কুলের খবর নিয়েছেন।
আমরা আশা করছি, কবির জীবনীশক্তিই কবিকে ঠিক
সুস্থ করে তুলবে।’
কবির স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন,
‘কবি সব সময় আমার সঙ্গে আলোচনা করেছেন তার
কাশবন নিকেতন কীভাবে ভারতের
বিদ্যা নিকেতনে রূপ দেবেন।’
তিনি বলেন, ‘কবি যে হৃদয় দিয়ে কবিতা লিখেছেন
সেই হৃদয় আজ
কাটা ছেঁড়া করা হলো এটা যে আমাদের
কাছে কতটা কষ্টের তা বোঝাতে পারবো না।’
উল্লেখ্য, গতকাল রোববার
বিকেলে দিকে কবি নির্মলেন্দু গুণ হঠাৎ
করে অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড
হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার সফল
বাইপাস সার্জারি হয়েছে। তিনি এখন নিবিড়
পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
প্রসঙ্গত, গত শনিবার ব্রাজিল-
আর্জেন্টিনা প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে যায়
আর্জেন্টিনা। এই হারের জন্য মেসির
পেনাল্টি শ্যুট মিস করাকেই অনেকে দায়ী করেন।
কবি নির্মলেন্দু গুণ ছোটবেলা থেকেই ফুটবলের পাঁড়
ভক্ত। তার প্রিয় দল আর্জেন্টিনা।
উৎস- বাংলা মেইল ২৪

No comments: