Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, October 15, 2014

নগ্ন ছবি ইন্টারনেটে আপলোড করায় লোক-লজ্জার ভয়ে বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা

নওগাঁ: মোবাইল ফোনে তোলা নগ্ন
ছবি ইন্টারনেটে আপলোড করায় লোক-লজ্জার
ভয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বিথী রানী (১৮)
নামে এক কলেজছাত্রী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার
দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বীথির পারিবারিক সূত্র জানায় , বেশকিছুদিন
আগে বিথীর সঙ্গে প্রেমের সম্পর্ক
গড়ে তোলে রকি। এর
একপর্যায়ে রকি গোপনে মোবাইল ফোনে বিথীর নগ্ন
ছবি ধারণ করে। সপ্তাহ খানেক আগে ওই
ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয়
দেখিয়ে বিথীর বাবার
কাছে চাঁদা দাবি করে রকি ও তার সহযোগীরা।
চাঁদার টাকা না পেয়ে নগ্ন
ছবিটি ইন্টারনেটে আপলোড করে তারা।
মঙ্গলবার ঘটনাটি জানাজানি হলে ওই রাতেই লোক
লজ্জায় বিষপান করেন বিথী। বিষয়টি টের
পেয়ে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায়
উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার
দুপুরে বিথী মারা যায়।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর
উপজেলার দোহালী গ্রামে। বিথী ওই গ্রামের
সনজিৎ মন্ডলের মেয়ে। তিনি উপজেলার
জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির
ছাত্রী ছিলেন।
এদিকে, এ ঘটনায় উপজেলার বিন্দারাম গ্রামের
বীরেন চন্দ্র মন্ডলের ছেলে কথিত প্রেমিক হীরেন
চন্দ্র ওরফে রকিসহ ৫
যুবককে আসামি করে মহাদেবপুর থানায়
একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ
জানিয়েছে।
মহাদেবপুর থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
বিকেলে ঘটনাটি জানতে পেয়ে বিথীর মৃতদেহ
পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য
নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, বিথীর পরিবারের অভিযোগে রকি ও
৫ ও তার ৫ সহযোগীতে আসামি করে মামলা হয়েছে।
তবে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

No comments: