Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, August 12, 2014

সাবধান! ভারতের চায়ে পাওয়া যাচ্ছে কীটনাশক

ডেস্ক : চায়ের কাপে চুমুক দেওয়ার আগে এবার একটু
ভাবতে হবে। কারণ সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের
চায়ে পাওয়া যাচ্ছে প্রচুর কীটনাশক। ভারতে
চায়ের কাপে চুমুক দেওয়ার আগে এবার একটু ভাবতে হবে।
কারণ সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের
চায়ে পাওয়া যাচ্ছে প্রচুর কীটনাশক। ভারতে চায়ের প্রায়
সবকটি বড় ব্র্যান্ডেই ক্ষতিকর কীটনাশক
ডিডিটি পাওয়া গেছে বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে।
প্রায় এক বছর ধরে চালানো সমীক্ষায় এই তথ্য
উঠে এসেছে।
ওই সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, দেশটির প্রায়
সবকটি শহরে সমীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
জানা গিয়েছে, ৪৯ শতাংশ নমুনায় মোট ১০ রককমের
কীটনাশক পাওয়া গেছে। ৬৭ শতাংশ চায়ে ডিডিটি থাকে বলেও
জানা গিয়েছে। সুতরাং চা কোম্পানিগুলিকে আরও
বেশি করে সতর্ক হতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। –
See more at: http://www.kalerkantho.com/
online/
world/2014/08/12/116461#sthash.v4mw6Xrp.dpuf
চায়ের প্রায় সবকটি বড় ব্র্যান্ডেই ক্ষতিকর কীটনাশক
ডিডিটি পাওয়া গেছে বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে।
প্রায় এক বছর ধরে চালানো সমীক্ষায় এই তথ্য
উঠে এসেছে।
ওই সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, দেশটির প্রায়
সবকটি শহরে সমীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
জানা গিয়েছে, ৪৯ শতাংশ নমুনায় মোট ১০ রককমের
কীটনাশক পাওয়া গেছে। ৬৭ শতাংশ চায়ে ডিডিটি থাকে বলেও
জানা গিয়েছে। সুতরাং চা কোম্পানিগুলিকে আরও
বেশি করে সতর্ক হতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।
সুত্র:
কালের
কণ্ঠ

posted from Bloggeroid

No comments: