Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, August 12, 2014

ফাটাকেষ্ট বললে আমি কষ্ট পাই: যোগাযোগমন্ত্রী

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,
আমাকে ‘ফাটাকেষ্ট’ বলা ঠিক না। এতে আমি কষ্ট পাই।
মঙ্গলবার সাভারের আশুলিয়ার জিরানী বাজার এলাকায়
একটি ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি নিয়মিত ফেসবুকে বসি। আমার
অনেক ফ্যান আছে। স্যোশাল মিডিয়ায়
অনেকে আমাকে হাঁটা বাবা, কেউ ফাটাকেষ্ট, আবার কেউ
নায়ক বলে কটাক্ষ করেন। এটা ঠিক না। ফাটাকেষ্ট
হলো একটা চলচ্চিত্রের চরিত্র। আমি তো অভিনয় করি না।
আমি সরেজমিনে পরিস্থিতি দেখে কাজ করি।
এসময় সাংবাদিকদের কটাক্ষ করে সমাজকল্যাণমন্ত্রীর
বক্তব্য দুঃখজনক ও অশোভনীয় বলে মন্তব্য করেন
যোগাযোগ মন্ত্রী।
আজকের পত্রিকা » সর্বশেষ
ফাটাকেষ্ট বললে
পাই: যোগাযোগ
সাভার ১২ আগস্ট :
প্রথম পাতা
শেষ পাতা
খবর
দশ দিগন্ত
খেলা
আনন্দ নগর
বাংলার মুখ
সম্পাদকীয়
উপসম্পাদকীয়
চিঠিপত্র
বাতায়ন
একদিন প্রতিদিন
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,
আমাকে ‘ফাটাকেষ্ট’ বলা ঠিক না। এতে আমি কষ্ট পাই।
মঙ্গলবার সাভারের আশুলিয়ার জিরানী বাজার এলাকায়
একটি ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি নিয়মিত ফেসবুকে বসি। আমার
অনেক ফ্যান আছে। স্যোশাল মিডিয়ায়
অনেকে আমাকে হাঁটা বাবা, কেউ ফাটাকেষ্ট, আবার কেউ
নায়ক বলে কটাক্ষ করেন। এটা ঠিক না। ফাটাকেষ্ট
হলো একটা চলচ্চিত্রের চরিত্র। আমি তো অভিনয় করি না।
আমি সরেজমিনে পরিস্থিতি দেখে কাজ করি।
এসময় সাংবাদিকদের কটাক্ষ করে সমাজকল্যাণমন্ত্রীর
বক্তব্য দুঃখজনক ও অশোভনীয় বলে মন্তব্য করেন
যোগাযোগ মন্ত্রী।



posted from Bloggeroid

No comments: