দেশে পর্নো ভিডিও দেখার হার বেড়েই যাচ্ছে।
প্রতিদিনই এ সংখ্যায় যোগ হচ্ছে শত শত
ইন্টারনেট ব্যবহারকারী। কারণ
বাংলাদেশে অ্যালেক্সা র্যাংকিংয়ে তরতর
করে ওপরে উঠছে একটি পর্নো সাইট। আর এর
ভিত্তিতেই ইন্টারনেট জগত নিয়ে বিশ্লেষকদের
সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ছয় মাসে ওই পর্নো সাইটটি কখনও র্যাংক
হারায়নি। ক্রমাগত তা অনেক ট্রাফিকবহুল সাইটকেও
টপকে ওপরে উঠছে।
কিছুদিন আগেও এ সাইটটির র্যাংকিং ছিল ত্রিশের
ওপারে। কিন্তু জুলাইয়ে এর গতি হঠাৎ করেই
বেড়ে যায়। এখন এর অবস্থান ১৯ এ।
এটা খুবই আশঙ্কাজনক যে দেশের এক ধরণের
ইন্টারনেট ব্যবহারকারী এই সাইটটিতে আসক্ত
হয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্রে সাইটটির ভিজিটর
সবচেয়ে বেশি (১৬%)। এরপরের
অবস্থানে আছে ভারত। (১১%)। আর বাংলাদেশে এর
ভিজিটর সংখ্যা ০.৮%।
বিশ্লেষণে দেখা গেছে, এ সাইট ব্যবহারকারীর
বেশিরভাগই তরুণ। স্কুল ও কলেজেপড়ুয়ারাই এ
সাইটের মূল ভিজিটর। এছাড়া আছেন যুবকরাও।
গড়পড়তা ১৫ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স,
তারাই এ সাইটের ব্যবহারকারী।- বামে
প্রতিদিনই এ সংখ্যায় যোগ হচ্ছে শত শত
ইন্টারনেট ব্যবহারকারী। কারণ
বাংলাদেশে অ্যালেক্সা র্যাংকিংয়ে তরতর
করে ওপরে উঠছে একটি পর্নো সাইট। আর এর
ভিত্তিতেই ইন্টারনেট জগত নিয়ে বিশ্লেষকদের
সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ছয় মাসে ওই পর্নো সাইটটি কখনও র্যাংক
হারায়নি। ক্রমাগত তা অনেক ট্রাফিকবহুল সাইটকেও
টপকে ওপরে উঠছে।
কিছুদিন আগেও এ সাইটটির র্যাংকিং ছিল ত্রিশের
ওপারে। কিন্তু জুলাইয়ে এর গতি হঠাৎ করেই
বেড়ে যায়। এখন এর অবস্থান ১৯ এ।
এটা খুবই আশঙ্কাজনক যে দেশের এক ধরণের
ইন্টারনেট ব্যবহারকারী এই সাইটটিতে আসক্ত
হয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্রে সাইটটির ভিজিটর
সবচেয়ে বেশি (১৬%)। এরপরের
অবস্থানে আছে ভারত। (১১%)। আর বাংলাদেশে এর
ভিজিটর সংখ্যা ০.৮%।
বিশ্লেষণে দেখা গেছে, এ সাইট ব্যবহারকারীর
বেশিরভাগই তরুণ। স্কুল ও কলেজেপড়ুয়ারাই এ
সাইটের মূল ভিজিটর। এছাড়া আছেন যুবকরাও।
গড়পড়তা ১৫ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স,
তারাই এ সাইটের ব্যবহারকারী।- বামে
posted from Bloggeroid
No comments:
Post a Comment