স্পোর্টস ডেস্ক: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন
পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার শোয়েব আকতার। ৩৯
বছরের ‘বুড়ো’ পাকিস্তানি পেসার নিজের থেকে ২২ বছরের
ছোট এক মেয়েকে বিয়ে করছেন বলে জানা গেছে।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক
প্রতিবেদন দাবি করা হয়েছে- শোয়েব আকতারের পরিবার
রাওয়ালপিন্ডির মুশতাক খান নামক এক ব্যবসায়ীর
সহায়তায় পাক পেসারের বিয়ের এই তোড়জোড় শুরু করেছে।
যখন পাত্র শোয়েব আকতারকে ১৭ বছরের
বালিকা রুবাবকে পাত্রী হিসেবে দেখানো হয়েছে।
তাছাড়া ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ক্রিকেট
নিরাসক্ত রুবাবা চলতি বছরে অ্যাবোটাবাদ বোর্ডের
অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যখন
শোয়েব ও রুবাবা জুটির মেহেদি উৎসবের জন্য ১৯
জুনকে বেছে নেয়া হয়েছে বলেও জানানো হয় ওই
প্রতিবেদনে।
Posted via BN24Hour
No comments:
Post a Comment