Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 7, 2014

আগরতলা সীমান্তে বিএসএফকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক: ভারতের ত্রিপুরার
রাজধানী আগরতলা লাগোয়া আখাউড়া সীমান্তের
বিএসএফের এক
জওয়ানকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শুক্রবার
রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।
শনিবার আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ এ খবর
দিয়েছে।
পত্রিকাটির পতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার রাত
৯টার দিকে আগরতলা-আখাউড়া সীমান্তের কাঁটাতারের
বেড়ার কাছে একদল ভারতীয় গ্রামবাসীর
অবস্থানকে কেন্দ্র করে বিএসএফ ও গ্রামবাসীর সংঘর্ষ
হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত হয়
বিএসএফ জওয়ান সন্দিপ কুমার। পরে আগরতলার
জিবি হাসপাতারে নেয়ার পর তারে মৃত্যু হয়।
সংঘর্ষের সময় বিএসএফের গুলিতে ইসমাইল মিয়া (৭৫)
নামের এক গ্রামবাসী নিহত হয়েছে। সংঘর্ষে আহত
হয়েছে আরো ১১ জন। এরমধ্যে তিন জনের
অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের খবর
পেয়ে রাজ্য পুলিশের পদস্থ কর্মকর্তা ও বিএসএফের
জেষ্ঠ্য
কর্মকর্তারা ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায়
উত্তেজনা দেখা দিয়েছে। মোয়ায়েন করা হয়েছে অতিরিক্ত
পুলিশ।


Posted via BN24Hour

No comments: