Headlines



gazitv2

w41j

gazitv

Friday, June 6, 2014

লিচি সিনড্রোমে আ হয়ে মালদা মেডিক্যা কলেজে মৃত ৮ শিশু

লিচি সিনড্রোম। ভাইরাস ঘটিত
এই রোগে আক্রান্ত হয়ে গত
চব্বিশ ঘণ্টায় মালদা মেডিক্যাল
কলেজ হাসপাতালে আটটি শিশুর
মৃত্যু হয়েছে। কলেজের ভাইস
প্রিন্সিপাল এম রশিদ
জানিয়েছেন, যেখানে লিচু
উত্পাদনের আধিক্য
বেশি সেখানেই এই রোগের
প্রকোপ দেখা যায়।
মালদা মেডিক্যাল
কলেজে শিশুমৃত্যুর ঘটনায় ফের
প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য
পরিষেবা। হাসপাতাল
কর্তৃপক্ষের
দাবি লিচি সিনড্রোম
নামে ভাইরাস ঘটিত এক ধরনের
রোগের সংক্রমন একাধিক শিশু
মৃত্যুর অন্যতম কারণ।
প্রতিটি শিশুরই বয়স এক
থেকে তিন বছরের মধ্যে।
শিশুগুলি জ্বর ও খিচুনির
উপসর্গ
নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল
কিন্তু এই ভাইরাস
সরাসরি মস্তিষ্কে আক্রমণ
করায় চিকিত্সার সুযোগ
পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন
জেলা স্বাস্থ্য দফতর। শনিবার
বিষয়টি খতিয়ে দেখতে কালিয়াচ
অফ ট্রপিক্যাল মেডিসিনের
প্রতিনিধি দল।

posted from Bloggeroid

No comments: