Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label newsi. Show all posts
Showing posts with label newsi. Show all posts

Sunday, June 15, 2014

চার কোম্পানির সিগারেট পরীক্ষার নির্দেশ

ঢাকা: বিদেশি ব্রিটিশ-আমেরিকান টোবাকোসহ
দেশীয় চার তামাক কোম্পানির সিগারেট
পরীক্ষা করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের
নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ
রোববার এ আদেশ দেন।
ব্রিটিশ-আমেরিকান
ছাড়া বাকি তিনটি কোম্পানি হচ্ছে,
ঢাকা টোবাকো ও আবুল খায়ের টোবাকো ও নাসির
টোবাকো।
৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন
দিতে বিএসটিআইকে নির্দেশ
দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন
আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম।
তিনি হাইকোর্টে আবেদনকারীর আইনজীবী ছিলেন।
আদালতে এনবিআরের পক্ষে শুনানি করেন
আইনজীবী ‍মুরাদ রেজা, ব্রিটিশ-আমেরিকান
টোবাকোর পক্ষে এএম আমিন উদ্দিন।
ব্রিটিশ-আমেরিকান টোবাকোর সিগারেটের
বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক
মো. মশিউর রহমান হাইকোর্টে একটি রিট করেন। এ
রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।
একইসঙ্গে ব্রিটিশ-আমেরিকান টোবাকোর পন্য
পরীক্ষার নির্দেশ দেন।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল
বিভাগে আবেদন করে কোম্পানিটি।
শুধু তাদের পণ্যই নয়, অন্য কোম্পানিরও পণ্য
পরীক্ষা করতে বলেন। আইনজীবীদের এমন যুক্তির
প্রেক্ষিতে রোববার আদালত
আরো তিনটি কোম্পানির পণ্য পরীক্ষা করতে বলেন।
তানজীব উল আলম বলেন, ব্রিটিশ-আমেরিকান
টোবাকোর হলিউড ও ডারভি নামে দু’টি কম মূল্যের
সিগারেট ব্রান্ডের সঙ্গে বেনসন, গোল্ডলিফ ও
স্টার  ব্রান্ডের তুলনামূলক
পরীক্ষা করে প্রতিবেদন দিতে হবে। সেই
তামাকের মান পরীক্ষা করতে হবে।
বাকি তিন কোম্পানির কম মূল্যের ব্রান্ডের
সঙ্গে বেশি মূল্যের ব্রান্ডের সিগারেটের
তুলনামূলক চিত্র দিতে হবে।


Posted via BN24Hour

Sunday, June 8, 2014

গবেষণায় প্রমাণিত,বিয়ের পর মেয়েরা সত্যিই মোটা হয়ে যায়!

বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়-
এটা অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দেবেন।
কেউ বলবেন, এটা সবার ক্ষেত্রে খাটে না।
কেউ সরাসরি অস্বীকার করে বলবেন, বিয়ের পর
তারা আরও শুকনো হয়ে গেছেন! তবে এখন এই
কথা মেনে নিতেই হবে যে, বিয়ের পর মানুষ
মোটা হয়ে যায়, বিশেষ করে মেয়েরা। আর এ
ব্যাপারটা মোটেও অনুমানভিত্তিক নয়
বরং গবেষণা করে পাওয়া তথ্য!
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ৩৫০ জন
কনের ওপর গবেষণা করে বের করেন এই তথ্য।
দেখা যায়, বিয়ের পর প্রথম ছয়
মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন
বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায়,
যারা বিয়ের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন
অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের
ওজন দ্রুত বেড়ে যায়।
এটা প্রায়শই দেখা যায় যে, মেয়েরা চায়
বিয়ের সময়ে তাদের
দেখতে ছিপছিপে এবং কমবয়সী লাগুক। এ
কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই
কঠোর ডায়েটে চলে যান। এমনকি দেখা যায়,
পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্ত
পুরুষেরাই তাদেরকে বলেন ওজন কমাতে।
তারা বেশিরভাগই মোটামুটি ২০ পাউন্ড (৯
কেজির) মতো ওজন কমানোর
পরিকল্পনা করে ডায়েট শুরু করেন।
দেখা যায়, বিয়ের ছয় মাস পর তাদের ওজন
বেড়েছে গড়ে ৪.৭ পাউন্ড (২.১ কেজি)।
যারা বিয়ের আগে ওজন কমিয়েছিলেন, তাদের
ওজন বাড়ার পরিমাণ আরও বেশি, প্রায় ৭.১
পাউন্ড (৩.২ কেজি)। দেখা যাচ্ছে যে, বিয়ের
আগে যারা অন্যদের থেকে ওজন কমানোর জন্য
চাপের মুখে ছিলেন, তারাই বিয়ের
পরে এভাবে মুটিয়ে যাচ্ছেন। বাগদত্ত
বা আত্মীয়েরা যদি কনেকে বলেন তার ওজন
কমানো দরকার, তবে তারা বিয়ের আগে ওজন
কমালেও বিয়ের পরে প্রায় ৪.৫ কেজি পর্যন্ত
ওজন বেড়ে যায় তাদের। আর বিয়ের আগে এমন
ওজন কমানোর চাপ যেসব কনের থাকে না,
বিয়ের পর তাদের ওজন বাড়ার পরিমাণ প্রায়
তিনগুণ কম হয়।
বিয়ের আগে ওজন কমানোর একটা তাগিদ
থাকলেও বিয়ের পরে মেয়েরা মনে করে,
সামনে তো আর কোনো বড় উপলক্ষ নেই আর তাই
ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের তেমন লক্ষ্য
থাকে না। তারা খাওয়াদাওয়া এবং ব্যায়ামের
ব্যাপারে নিয়মকানুন অনুসরণ বন্ধ করে দেন,
যার ফলে ওজন বেড়ে যেতে থাকে। অনেকে আবার
মনে করেন, বিয়ের পরে তাদের আকর্ষণীয়
ফিগার বজায় রাখার দরকার নেই, এ কারনেও
তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায়।


Posted via BN24Hour

Friday, June 6, 2014

লিচি সিনড্রোমে আ হয়ে মালদা মেডিক্যা কলেজে মৃত ৮ শিশু

লিচি সিনড্রোম। ভাইরাস ঘটিত
এই রোগে আক্রান্ত হয়ে গত
চব্বিশ ঘণ্টায় মালদা মেডিক্যাল
কলেজ হাসপাতালে আটটি শিশুর
মৃত্যু হয়েছে। কলেজের ভাইস
প্রিন্সিপাল এম রশিদ
জানিয়েছেন, যেখানে লিচু
উত্পাদনের আধিক্য
বেশি সেখানেই এই রোগের
প্রকোপ দেখা যায়।
মালদা মেডিক্যাল
কলেজে শিশুমৃত্যুর ঘটনায় ফের
প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য
পরিষেবা। হাসপাতাল
কর্তৃপক্ষের
দাবি লিচি সিনড্রোম
নামে ভাইরাস ঘটিত এক ধরনের
রোগের সংক্রমন একাধিক শিশু
মৃত্যুর অন্যতম কারণ।
প্রতিটি শিশুরই বয়স এক
থেকে তিন বছরের মধ্যে।
শিশুগুলি জ্বর ও খিচুনির
উপসর্গ
নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল
কিন্তু এই ভাইরাস
সরাসরি মস্তিষ্কে আক্রমণ
করায় চিকিত্সার সুযোগ
পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন
জেলা স্বাস্থ্য দফতর। শনিবার
বিষয়টি খতিয়ে দেখতে কালিয়াচ
অফ ট্রপিক্যাল মেডিসিনের
প্রতিনিধি দল।

posted from Bloggeroid