Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, September 14, 2014

রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে ফেসবুক ব্রাউজ !

ডেস্ক : আগামিকাল থেকে দেশের শীর্ষস্থানীয়
মোবাইল অপারেটর গ্রামীণফোনের গ্রাহকরা রাত
১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে ফেসবুক
ব্রাউজ করতে পারবেন।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার
চলবে। এর জন্য কোনো রেজিস্ট্রেশন
করতে হবে না। তবে এক্ষেত্রে গ্রামীণফোনের
যে কোনো একটি প্যাকেজ কিনতে হবে।
রোববার বিকেল ৪টায় রাজধানীর হোটেল
সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন
গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্কে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রামীণফোন পাঁচ
কোটি গ্রাহক অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।
ইতিমধ্যে গ্রাহক সংখ্যা চার কোটি ৯০
লাখে পৌঁছেছে। এই লক্ষ্যে সবার জন্য ইন্টারনেট
সুবিধা দিতেই এই অফার।
অ্যালান বঙ্কে বলেন, বাংলাদেশে ১১
কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এদের
বিরাট একটা অংশ এখনও ইন্টারনেট ব্যবহার
করতে জানে না। এসব গ্রাহকের কাছে ইন্টারনেট
সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই গ্রামীনফোনের এই
প্রচেষ্টা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রামীণফোনের
যে কোনো একটি প্যাকেজ কিনলেই এই
সুবিধা পাওয়া যাবে। সুবিধা ভোগ করা যাবে রাত
১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সময়ের
মধ্যে বিদ্যমান প্যাকেজ থেকে কোনো ডাটা চার্জ
করা হবে না।
কিন্তু ফেসবুক থেকে কেউ জি-মেইল, ই-মেইল,
ইউটিউব বা অন্য কোনো লিঙ্কে প্রবেশ
করলে ডাটা চার্জ কাটা যাবে। তবে ফেসবুকে আপ
করা ইউটিউবে প্রবেশ করলে কোনো ডাটা চার্জ
কাটা যাবে না।
এ ছাড়া এই অফারে থ্রী-জি সুবিধাও
পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

posted from Bloggeroid

No comments: