Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, September 13, 2014

ব্লক করে দিন অপারেটর এবং নাম্বারের বিরক্তিকর সব কল/ এসএমএস

্ ডেস্ক ॥ আমাদের
ফোনে বিভিন্ন নাম্বার থেকে বিরক্তিকর কল
এবং এসএমএস আসে, অনেক সময় মোবাইল
অপারেটরদের নানান এসএমএস দিয়েও বিরক্তির
শেষ সীমায় যেতে হয় গ্রাহকদের। আজ আপনাদের
জন্য নিয়ে আসলাম বিরক্তিকর কল/এসএমএস ব্লক
করে দেয়ার বিশেষ এন্ড্রয়েড ফ্রি সফটওয়্যার।
অ্যাপসের নাম Black List Pro, এর কাজ
হচ্ছে অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব কল
আপনাকে জেনো জালাতন করতে না পারে সেই
ব্যবস্থা করা। আমাদের মোবাইলে অনেক
অপ্রয়োজনীয় call বা SMS আসে যা আমাদের
অনেক বিরক্ত করে। বিশেষ করে customer care
থেকে কল আসা, যা আমরা মোটই চাইনা। আবার
ধরুন, বিভিন্ন অফার নিয়ে কাষ্টমার কেয়ার
থেকে ফোন বা SMS আসে। এটাও খুবই
বিরক্তি কর। আমরা চাইলেও এই কল বা ম্যাসেজ
বন্ধ করতে পারিনা।
BlackList Pro দ্বারা আপনি যে কোন নম্বর
থেকে কল এবং sms service off করতে পারবেন।
আপনাকে যা করতে হবে তা হলো ছোট্ট এই এপস
টি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবং যে নম্বর
ব্লাক লিস্টে দিতে চান সেই নম্বর গুলো ব্লাক
লিস্টে দিয়ে দিন। এখন দেখবেন ব্লাক লিস্টের
কোন নম্বর থেকে sms,call কোনটাই আর আসবেনা।
অ্যাপসটির ডাউনলোড লিংক-
•Google Play Store
•zippyshare
•4shared



posted from Bloggeroid

No comments: