Headlines



gazitv2

w41j

gazitv

Monday, June 2, 2014

‘প্রেমের টানে’ সবাইকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাউজানের ইঞ্জিনিয়র শম্পা বড়ুয়া

রাউজান প্রতিনিধি :রাউজান থানার পশ্চিম
আঁধারমানিক গ্রামের প্রদীপ কুমার
বড়ুয়া এবং শিপ্রা বড়ুয়ার একমাত্র
কন্যা শম্পা বড়ুয়া।
শম্পা বড়ুয়া চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট
থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ
করে একটি ইঞ্জিনিয়ারিং স্কুলে শিক্ষকতা করে আসছিলেন।
তানভীর নামক ঐ ছেলে পলিটেকনিকে তার
সাথে একই শ্রেণিতে পড়তো। পড়ালেখা চলাকালীন
প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। কিন্তু
শম্পার পরিবার এই সম্পর্ক
মানতে রাজি না থাকায়
তারা পারিবারিকভাবে শম্পাকে অন্যত্র
বিয়ে দেয়ার আয়োজন করেছিল। কিন্তু এই
বিয়ে মানতে পারেনি শম্পা।
তাই গত ১৯ এপ্রিল তানভীর মাহমুদ চৌধুরীর হাত
ধরে বাড়ী ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন
শম্পা বড়ুয়া। ধর্মান্তরিত হয়ে নতুন নাম নেন
জান্নাতুল মাওয়া চৌধুরী। এরপর রেজিস্ট্রিভুক্ত
কাবিননামা মূলে ইসলাম ধর্ম মোতাবেক
বিয়ে করেন তানভীর মাহমুদ চৌধুরীকে।
তানভীরের বাবার নাম কবির আহমদ চৌধুরী।
বাড়ী সাতকানিয়া থানার ধর্মপুর গ্রামে।
অন্যদিকে শম্পা বড়ুয়ার বাবা প্রদীপ কুমার বড়ুয়াও
ইঞ্জিনিয়ার এবং পিডব্লুডি-তে কর্মরত।
২২ এপ্রিল মঙ্গলবার পত্রিকায়
বিজ্ঞপ্তি দিয়ে ধর্মান্তরিত ও বিয়ে হওয়ার
কথা প্রকাশ করে তারা দুজন।

posted from Bloggeroid

No comments: