ঢাকা: আইপিএলের সপ্তম আসর জয়ের পর আজই
কলকাতায় আসছে টিম কেকেআর। আগামীকাল
সকালে ইডেনে নাইটদের বরণ করবে রাজ্যে।
শাহরুখ এরই মধ্যে নাকি পাগলপ্রায়। জিৎ, দেব,
সোহমদের নিয়ে ইতিমধ্যে তিনি মেতেছেন
প্রাণের খেলায়। যেন পুরাদস্তুর বাঙালি বাবু।
গতকাল, নাটকীয় ফাইনাল ম্যাচে কিংস ইলেভেন
পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়
গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স।
দ্বিতীয়বার আইপিএল জয়ের আনন্দে সারারাত
পার্টি হয় নাইট শিবিরে। মালিক শাহরুখ খান
খুশিতে আত্মহারা হয়ে যান। মনীষ পাণ্ডের ৫০
বলে ৯৪ রানের রুদ্ধশ্বাস ব্যাটিংয়ে জয়
আসে কেকেআরের ঘরে।
Posted via Blogaway
No comments:
Post a Comment