Headlines



gazitv2

w41j

gazitv

Monday, June 2, 2014

এবার বাবাকে খুজে পেতে ব্যাকুল জন্মের পর পিতৃস্নেহ থেকে বঞ্চিত তিশা …

ডেস্ক :ভূমিষ্ঠ হওয়ার পর
থেকে বাবাকে দেখেননি তিশা। মায়ের
কাছে বাবার অনেক গল্প শুনেছেন। বয়স বাড়ার
সঙ্গে সঙ্গে বাবার শূন্যতা তাকে পেয়ে বসে।
পিতৃস্নেহ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। এখন
আর কোনো পথ সামনে খোলা নেই। বাবাকে তার
লাগবেই। তাইতো বেরিয়ে পড়লেন
বাবাকে খোঁজার উদ্দেশে। মায়ের কাছ
থেকে ঠিকানা নিয়ে চটজলদি বাসে চেপে রওনা হলেন
তিশা। বাসে উঠেই বাবার বয়সী এক লোক তার
পাশের সিটে বসেন। চলছে বাস। এর ফাঁকে পাশের
সিটে বসা ওই লোকটির
সঙ্গে চলে নানা আলাপচারিতা। চলতি বাস
আকস্মিকভাবে নষ্ট হয়ে যায়। এখন কি করবেন
তিশা? এমন সময় সহযাত্রীর সঙ্গে গল্প-গুজবের
মাত্রা একটু বাড়িয়ে দিলেন। কথায় কথায়
উঠে আসে বাবার প্রসঙ্গ। পরিচয় দিতেই
মিলে যায় বাবা। এটা তিশার বাস্তব জীবনের
গল্প নয়। ফারুক হোসেনের রচনা ও হিমেল
আশরাফের পরিচালনায় ‘জয় হে মানুষ’ নামের
নাটকে এমনই একটি চরিত্রে অভিনয়
করতে দেখা যাবে তাকে। নাটকে অভিনয়
প্রসঙ্গে তিশা বলেন, ‘এমন গল্প নিয়ে অনেক নাটক
নির্মিত
হয়েছে বলে বলা যাবে না এটি গতানুগতিক। এ
নাটকের গল্প একটু ভিন্নধর্মী। দর্শকের
ভালো লাগবে বলেই আমি বিশ্বাস করি।’ এ
নাটকে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন
তারিক আনাম খান।
আসছে ঈদে এটি একটি স্যাটেলাইট
চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।


Posted via Blogaway

No comments: