Headlines



gazitv2

w41j

gazitv

Monday, June 2, 2014

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আবার এর সমালোচনা: ড. কামালকে হাসিনা

দশম সংসদ নির্বাচনে অর্ধেক
আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হওয়া নিয়ে ড. কামাল হোসেনের সমালোচনার
জবাবে একইভাবে তার সংসদ সদস্য নির্বাচিত
হওয়ার তথ্য তুলে ধরলেন শেখ হাসিনা।
“উনি তো ’৭০,’৭৩ সালে বঙ্গবন্ধুর
ছেড়ে দেয়া আসনে আনকনটেস্টেড জিতেছিলেন, এখন
তিনি এ নিয়ে কথা বলেন কিভাবে?”
সোমবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয়
দলের যৌথসভায় বক্তব্যে একথা বলেন শেখ হাসিনা।
দশম সংসদ নির্বাচনে দেড় শতাধিক প্রার্থীর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ
করে উচ্চ আদালতে মামলায় গণফোরাম সভাপতি কামাল
হোসেনের বক্তব্যের জবাবে ওই কথা বলেন প্রধানমন্ত্রী।
দলীয় সভানেত্রীর এই বক্তব্যের সময় মুক্তিযুদ্ধ
বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক হাত তুলে বলেন,
“হ্যাঁ, আনকনটেস্টেড।”
আইনমন্ত্রী আনিসুল হকও দাঁড়িয়ে বলেন, “উনি ’৭৩ এর
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হয়েছিলেন।”
img
গণফোরাম সভাপতি কামাল হোসেন এক সময়
আওয়ামী লীগে ছিলেন, বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী ছিলেন
তিনি। আওয়ামী লীগের মনোনয়নে জিয়াউর রহমানের
সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও
করেছিলেন তিনি।
১৯৯১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ
ছেড়ে গণফোরাম গঠন করেন কামাল হোসেন।
বক্তব্যে কামাল হোসেনের নাম উল্লেখ
না করে প্রধানমন্ত্রী আরো বলেন,
“তিনি নিজে আনকনটেস্টেড ইলেকটেড। তিনি এখন
আনকনটেস্টেড নির্বাচন কেন হলে, তার
বিরুদ্ধে সোচ্চার।”
বর্তমান সংসদের অর্ধেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হওয়ার পেছনে বিএনপির ভোট
বয়কটকে দায়ী করেন আওয়ামী লীগ সভানেত্রী।
“জামাত ইলেকশন করতে পারে নাই বলে বিএনপি ইলেকশন
করে নাই। একটি দল নির্বাচন না করলে- এটি তাদের
সিদ্ধান্ত। আমরা কাজ করেছি। আমাদের দলে ডিসিপ্লিন
আছে। আমরা একজন প্রার্থী দিয়েছি।”

posted from Bloggeroid

No comments: