Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, June 8, 2014

গবেষণায় প্রমাণিত,বিয়ের পর মেয়েরা সত্যিই মোটা হয়ে যায়!

বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়-
এটা অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দেবেন।
কেউ বলবেন, এটা সবার ক্ষেত্রে খাটে না।
কেউ সরাসরি অস্বীকার করে বলবেন, বিয়ের পর
তারা আরও শুকনো হয়ে গেছেন! তবে এখন এই
কথা মেনে নিতেই হবে যে, বিয়ের পর মানুষ
মোটা হয়ে যায়, বিশেষ করে মেয়েরা। আর এ
ব্যাপারটা মোটেও অনুমানভিত্তিক নয়
বরং গবেষণা করে পাওয়া তথ্য!
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ৩৫০ জন
কনের ওপর গবেষণা করে বের করেন এই তথ্য।
দেখা যায়, বিয়ের পর প্রথম ছয়
মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন
বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায়,
যারা বিয়ের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন
অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের
ওজন দ্রুত বেড়ে যায়।
এটা প্রায়শই দেখা যায় যে, মেয়েরা চায়
বিয়ের সময়ে তাদের
দেখতে ছিপছিপে এবং কমবয়সী লাগুক। এ
কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই
কঠোর ডায়েটে চলে যান। এমনকি দেখা যায়,
পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্ত
পুরুষেরাই তাদেরকে বলেন ওজন কমাতে।
তারা বেশিরভাগই মোটামুটি ২০ পাউন্ড (৯
কেজির) মতো ওজন কমানোর
পরিকল্পনা করে ডায়েট শুরু করেন।
দেখা যায়, বিয়ের ছয় মাস পর তাদের ওজন
বেড়েছে গড়ে ৪.৭ পাউন্ড (২.১ কেজি)।
যারা বিয়ের আগে ওজন কমিয়েছিলেন, তাদের
ওজন বাড়ার পরিমাণ আরও বেশি, প্রায় ৭.১
পাউন্ড (৩.২ কেজি)। দেখা যাচ্ছে যে, বিয়ের
আগে যারা অন্যদের থেকে ওজন কমানোর জন্য
চাপের মুখে ছিলেন, তারাই বিয়ের
পরে এভাবে মুটিয়ে যাচ্ছেন। বাগদত্ত
বা আত্মীয়েরা যদি কনেকে বলেন তার ওজন
কমানো দরকার, তবে তারা বিয়ের আগে ওজন
কমালেও বিয়ের পরে প্রায় ৪.৫ কেজি পর্যন্ত
ওজন বেড়ে যায় তাদের। আর বিয়ের আগে এমন
ওজন কমানোর চাপ যেসব কনের থাকে না,
বিয়ের পর তাদের ওজন বাড়ার পরিমাণ প্রায়
তিনগুণ কম হয়।
বিয়ের আগে ওজন কমানোর একটা তাগিদ
থাকলেও বিয়ের পরে মেয়েরা মনে করে,
সামনে তো আর কোনো বড় উপলক্ষ নেই আর তাই
ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের তেমন লক্ষ্য
থাকে না। তারা খাওয়াদাওয়া এবং ব্যায়ামের
ব্যাপারে নিয়মকানুন অনুসরণ বন্ধ করে দেন,
যার ফলে ওজন বেড়ে যেতে থাকে। অনেকে আবার
মনে করেন, বিয়ের পরে তাদের আকর্ষণীয়
ফিগার বজায় রাখার দরকার নেই, এ কারনেও
তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায়।


Posted via BN24Hour

No comments: