Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label crickets news. Show all posts
Showing posts with label crickets news. Show all posts

Sunday, June 15, 2014

স্ত্রীকে উত্ত্যক্ত করায় বখাটেদের পেটালেন সাকিব

আবারো খবরের শিরোনামে সাকিব। এবার
তিনি আলোচনায় এসেছেন স্ত্রী শিশিরের
কারণে। কয়েক মাস
আগেবিমানবন্দরেস্ত্রীকেপৌঁছেদিতেগিয়েএকবার
পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে ছিলেন এ জুটি।
এবার ঝামেলার সৃষ্টি খেলা দেখাকে কেন্দ্র
করে। গতকাল বাংলাদেশ-ভারতের মধ্যকার
প্রথম এক দিনের ম্যাচে বৃষ্টিতে অলস সময়
কাটছিল যখন সবার। তখন ঘটে বিপত্তি।
জানা গেছে,
সাহারা প্যাভিলিয়নেখেলা দেখতে আসা কয়েকজন
যুবকের সাথে তার ওপর তলায় অবস্থিত ছয় নম্বর
হসপিটালিটিবক্সেবসেখেলাদেখতেথাকাসাকিবের
স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। সাকিবের
স্ত্রী শিশিরের অভিযোগ তিনি ওই বখাটের
ইভটিজিংয়ের শিকার। যুবকদের দাবি তারা এমন
কিছুই করেননি। অবশ্য সাকিবের অভিযোগ
পেয়ে বিসিবি থেকে কিছু লোকজন অভিযুক্ত
যুবকদের কার্যালয়ে ধরে নিয়ে উত্তম মধ্যমও
দেয়া হয়। যার সাথে সাকিবও জড়িত
বলে একটি সূত্র জানায়।
তবে যুবকেরা সাধারণ কেউ নন বিধায়
বিসিবি এটা আর বেশিদূর গড়াতে দেয়নি। কারণ
বিসিবি কার্যালয়ের সম্মুখভাগে অর্থাৎ ওই
গ্যালারিতে যারা ঢোকার সুযোগ পান তাদের
বেশির ভাগই সৌজন্য টিকিট নিয়ে আসেন।
তারা হয় সরকারি আমলা থেকে শুরু
করে মন্ত্রী বা বিসিবি ও প্রশাসনের কেউ
না কেউ বা তার আত্মীয়স্বজন। বিষয়টি টের
পেয়েই
বিসিবিপুলিশেনাযেয়েএটাকেমীমাংসাকরেফেলেবিসিবিএবংভারপ্রাপ্ত
সিইও নিজামুদ্দিন চৌধুরীই মূলত নিষ্পত্তির
উদ্যোগ নিয়ে বিষয়টির তাৎক্ষণিক
নিষ্পত্তি টানেন। উল্লেখ্য, শ্রীলঙ্কার
সাথে সিরিজে এ শেরেবাংলায় সাকিব
নিজে অশালীন অঙ্গভঙ্গি করে তিন ম্যাচ
নিষিদ্ধ হয়েছিলেন। এরপর টি-২০ বিশ্বকাপ
চলাকালে দলগত পারফরম্যান্স ও বিসিবির কিছু
কর্মকাণ্ড নিয়ে একটি পত্রিকায় সাক্ষাৎকার
দিয়েও বিসিবির নজরদারিতে পড়েছিলেন।


Posted via BN24Hour

Saturday, June 14, 2014

দুপুরে জয়ের টার্গেটে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : সারা বিশ্ব এখন উন্মত্ত আর
উত্তাল বিশ্বকাপ ফুটবল নিয়ে। ব্রাজিলের সেই
উত্তাপে কাঁপছে বাংলাদেশও। ঠিক এমন সময়
অনেকটা নীরবে আর নিভৃতেই অনুষ্ঠিত
হচ্ছে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ।
শুক্রবার হযরত শাহজালাল
বিমানবন্দরে নেমে হয়তো অবাকই হয়েছেন সুরেশ
রায়নার দল। ছিল না তেমন কোন মিডিয়ার
উপস্থিতি আর বাড়তি বিড়ম্বনা। গতকাল মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামের দুই দলের অনুশীলনের
চিত্রটাও একই রকম। উত্তাপহীন আর বিবর্ণ। আর
এমন নিরুত্তাপ ভাবেই আজ শুরু হচ্ছে ভারতের
বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে মিশন। প্রায় ৭
বছর পর দুই দেশ মুখোমুখি হচ্ছে দ্বিপক্ষীয়
সিরিজে। সেই দিক থেকে দুই দলের ক্রিকেটারদের
মাঝে অবশ্য রয়েছে আলাদা উত্তেজনা। বিশেষ
করে মুশফিকুর রহীম বাহিনীর জন্য বিশাল সুযোগ
ঘুরে দাঁড়াবার। এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য
নিয়ে অধিনায়ক মুশফিক বলেন,
‘প্রত্যেকটি ম্যাচেই টার্গেট থাকে জেতা। কিন্তু
২০১৪ সালটা আমাদের মতো হয়নি। আমরা আমাদের
সেরা ক্রিকেটটা যদি খেলতে পারি তাহলে আমাদের
জন্য অনেক বড় একটা সুযোগ। সবাই ব্যক্তিগত
ভাবে অনেক কষ্ট করছে। যার যে জায়গায়
সমস্যা আছে সেটা নিয়েও কাজ করছে। আমাদের শুধু
সেটা মাঠে প্রয়োগ করতে হবে। সেটার জন্য
আমরা প্রস্তুত; আশা করছি কালকে (আজ)
থেকে আমরা নতুন ভাবে স্টার্ট করবো।’ আজ দুপুর
১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের
মুখোমুখি হবে বাংলাদেশ।
উত্তেজনা ভারতের ক্রিকেট দলের মাঝেও। বিশেষ
করে এই দলের নয়া অধিনায়ক সুরেশ রায়না ও
দলের নবাগত তরুণরা মুখিয়ে আছে নিজেদের
যোগ্যতার প্রমাণ নিতে। অধিনায়ক রায়নাও
মনে করেন বিশ্বকাপের এই ডামাডোলে এই
সিরিজটি বেশ জমজমাটই হবে। তিনি বলেন,
‘আমি মনে করি সিরিজটি অনেক বেশ জমজমাট হবে।
দুই দলেই তরুণ খেলোয়াড়রা খেলবেন। যারা সবাই
প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন।
আমাদের দলে আইপিএলে ভালো করা কিছু পারফর্মার
আছে। সব মিলিয়ে আমরা সামনের
দিকে তাকিয়ে আছি।’ বাংলাদেশ-ভারত এই পর্যন্ত
২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। তার
মধ্যে বাংলাদেশ জয়ের মুখ দেখেছে শুধু ৩ বার।
বাংলাদেশের মাটিতে এটি ভারতের তৃতীয় সিরিজ।
এর আগে ২০০৪ ও ২০০৭
সালে দুটি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
দুটি সিরিজে মোট পাঁচটি ওয়ানডে ম্যাচে ভারতের
জয় ৪টিতে। আর বাংলাদেশের একটিতে। এছাড়াও
২০১২ সালের এশিয়াকাপে দেশের
মাটিতে ভারতকে হারিয়েছিল টাইগাররা। আর
ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় জয়টি পোর্ট
অব স্পেনে ২০০৭ সালে। ইনজুরি কাটিয়ে আজ
দলে থাকবেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম
ইকবাল। ভারতের বিপক্ষে এই ওপেনার ১০
ম্যাচে ৫টি ফিফটি হাঁকিয়ে সংগ্রহ করেছেন এই
পর্যন্ত সর্বোচ্চ ৩৯৭ রান। তার সঙ্গে পার্টনার
হিসেবে রাখা হতে পারে তরুণ পরীক্ষিত
তারকা এনামুল হক বিজয়কে। এরপর জাতীয় দলের
অধিনায়ক ও ভারতের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ
সংগ্রহকারী (৩৫১) মুশফিকুর রহীম আছেন হাল
ধরতে। তার সঙ্গে থাকছেন বিশ্ব সেরা আল
রাউন্ডার ও বাংলাদেশের বিপক্ষে ব্যাট
হাতে তৃতীয় সর্বোচ্চ ৩০৪ রান সংগ্রহকারী সাকিব
আল হাসান।
শুধু তাই না ভারতের আইপিএল সাকিব আল হাসানের
অভিজ্ঞতা এই সিরিজে বেশ
জোরালো ভূমিকা রাখবে বলেই আশা করেন
অধিনায়ক। ফিনিসার হিসেবে মাহমুদুল্লাহ
রিয়াদের সঙ্গে থাকতে পারেন আরেক তরুণ
তারকা নাসির হোসেন। বল হাতে দলের
ভরসা থাকছেন মাশরাফি, আল আমিন, রাজ্জাক,
সোহাগ গাজী। তবে দলের নতুন দুই মুখ মো. মিঠুন ও
পেসার তাসকিন আহমেদের মধ্যে কার
হচ্ছে অভিষেক? ধারণা করা হচ্ছে তিন পেসার
নিয়ে খেলা হলে সেই ক্ষেত্রে তাসকিনের সুযোগের
সম্ভাবনাটাই বেশি। সেই ক্ষেত্রে স্পিনার
হিসেবে রাজ্জাক ও সোহাগের মধ্যে যে কোন
একজনের সম্ভাবনাই বেশি।


Posted via BN24Hour

ভারত বধে রোববার মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ভারত বধের লক্ষ্য নিয়ে আগামীকাল
রোববার প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মুশফিকুর রহিমের
নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা।
তিনটি একদিনের ম্যাচের প্রথমটি মিরপুর
শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ-ভারত এ পর্যন্ত
২৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে ভারত জয়
পেয়েছে ২২টি। আর বাংলাদেশ জিতেছে ৩টি। তবে অতীতের
সিরিজ হারের সেই গ্লানি মুছে দিতে প্রস্তুত সাকিব,
তামিমরা। তারা ২০০৭ সালের বিশ্বকাপের জয়ের সেই
স্মৃতি ফিরিয়ে আনতে নিজেদের সর্বচ্চো দিতে প্রস্তুত।
এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ
খেলতে ব্যাটসম্যান সুরেশ রায়নার নেতৃত্বে ২৬ সদস্যের
ভারতীয় ক্রিকেট দল শুক্রবার ঢাকায় পৌঁছেছে।
স্বাগতিকদের
বিপক্ষে ৩
ম্যাচের
ওয়ানডে সিরিজে রাখা হয়নি নিয়মিত
অধিনায়ক
মহেন্দ্র
সিং ধোনি ও
তারকা ব্যাটসম্যান
বিরাট
কোহলিসহ
আরও

সদস্যকে।
বাংলাদেশ
সফরে আরও যাদের দেখা মিলবে না তারা হচ্ছেন হচ্ছেন-
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র
জাদেজা এবং সামি আহমেদ।
নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ
পেয়েছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট
রাইডার্সের হয়ে ধারাবাহিক ব্যাটিং নৈপূণ্য দেখানো ওপেনার
রবিন উথাপ্পা। এছাড়াও অধিনায়ক এমএস ধোনির
অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন
ঋদ্ধিমান সাহা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট
স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৭ ও ১৯
জুন।
বাংলাদেশ-ভারত সিরিজের এই টিকিট পাওয়া যাবে ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকাস্থ পাঁচটি ব্রাঞ্চে।
ব্রাঞ্চগুলো হলো: বিজয়নগর, ধানমণ্ডি, বসুন্ধরা,
উত্তরা ও মিরপুর রোড ব্রাঞ্চ। মিরপুর
ব্রাঞ্চে গ্রাহকরা সরাসরি বা ইউক্যাশের মাধ্যমে টিকেট
সংগ্রহ করতে পারবেন। যাদের ইউক্যাশে অ্যাকাউন্ট
খোলা আছে তারা বাকি চারটি ব্রাঞ্চ থেকে টিকেট
নিতে পারবেন।
প্রথমে টিকেটিং পার্সেস সংগ্রহ করতে হবে তারপর
গ্রাহকরা নির্ধারিত ব্রাঞ্চ থেকে টিকেট সংগ্রহ করবেন।
১২ জুন থেকে তিনটি ওয়ানডে ম্যাচের টিকিট
একসঙ্গে পাওয়া যাবে।
বিসিবি’র হসপিটালিটি লাউঞ্জ ৩০০০ টাকা,
হসপিটালিটি বক্স ৫০০০ টাকা। এছাড়া, গ্রান্ড স্ট্যান্ডের
১৫০০ টাকা, ভিআইপি গ্রান্ড ৫০০ টাকা, শহীদ মুস্তাক ও
শহীদ জুয়েল গ্যালারি ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ
গ্যালারি ১৫০ টাকা, পূর্ব গ্যালারি ১০০ টাকা।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক, তামিম ইকবাল,
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, আল
আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা,
তাসকিন আহম্মেদ, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস,
শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন,
জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানী, সোহাগ গাজী,
মো মিথুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির
রহমান।
ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা,
আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ
তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক),
পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব,
স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।


Posted via BN24Hour

Sunday, June 8, 2014

সাকিবের পারফর্ম মূল্য ৮.৩০ কোটি রুপি

ঢাকা: মাত্র ২.৮০ কোটি রুপিতে বিক্রি হলেও সদ্য
সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের
পারফরম্যান্সের মূল্য দাঁড়িয়েছে ৮.৩০
কোটি রুপি (প্রায় ১১ কোটি টাকা)! কেবল তাই নয়,
তিনি ছিলেন এবারের আসরের সেরা অষ্টম
পারফর্মার। একইসঙ্গে ক্রিকেটার
নিলামে সেরা দশজনের মধ্যে এ টাইগারের
অবস্থান চতুর্থ।
আইপিএল’র সপ্তম আসরের পারফরম্যান্স বিশ্লেষণ
করে ইএসপিএন’র ক্রিকইনফো এসব তথ্য তাদের
ওয়েবসাইটে প্রকাশ করেছে।
ক্রিকইনফো জানায়, এবারের আইপিএলে সাকিব
১৪৯.৩ স্ট্রাইক রেটে ২২৭ রান সংগ্রহ করেন।
টুর্নামেন্টের গড় স্ট্রাইক রেট ১২৯
থেকে তিনি প্রায় ২০ শতাংশ এগিয়েছিলেন।
সে হিসাবে সংগৃহীত রানের চেয়ে বেশি ২৫৬
রানের সংগ্রহের কৃতিত্ব পাচ্ছেন সাকিব।
আইপিএলে সংগ্রহ করা প্রত্যেক রানের মূল্যের (১
লাখ ৩০ হাজার ৫৯৪ রুপি) সঙ্গে সাকিবের সংগৃহীত
রান গুণ করলে দেখা যায়, সাকিব দলের জন্য ৩.৩৪
কোটি রুপি মূল্যের রান সংগ্রহ করেছেন।
একইভাবে সাকিব ৬.৬৮
ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১১ উইকেট।
টুর্নামেন্টের গড় ইকোনমি রেট ৮.০১ থেকে অনেক
ভালো ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের
ইকোনমি রেট। ভালো ইকোনমি রেটের জন্য ১২.৮
উইকেট লাভ করার কৃতিত্ব পাচ্ছেন সাকিব। আর
প্রত্যেক উইকেটের মূল্যের (৩৮ লাখ ৬২ হাজার ৬১১
রুপি) সঙ্গে সাকিবের উইকেট গুণ
করলে তিনি উইকেট নিয়েছেন ৪.৯৫
কোটি রুপি মূল্যের।
বোলিং-ব্যাটিং মিলিয়ে দেখা যায় তিনি তার
দলের জন্য মোট ৮.৩০ কোটি রুপি মূল্যের পারফর্ম
করেছেন।
তাহলে দেখা যাচ্ছে, তাকে যত
দামে কেনা হয়েছে সে মূল্য পরিশোধ করে তার
মাধ্যমে আরও ৫.৫০ কোটি রুপি লাভ করেছে নাইট
রাইডার্স।
কেবল ক্রিকইনফোই নয়, আইপিএলের অন্যতম
সেরা পারফরমার বলে সাকিবকে ষষ্ঠ
দামি খেলোয়াড় নির্বাচিত করেছে খোদ আইপিএল
কর্তৃপক্ষ। ২৩৮.৫ পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স
রবিন উথাপ্পার পরে অবস্থান করছেন এই টাইগার
ক্রিকেটার।


Posted via BN24Hour

প্রকাশ করা হলো বিপিএল ফিক্সিংয়ের রায়

কা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল
ফিক্সিংয়ের রায় ষোষণা করেছেন ট্রাইব্যুনাল।
রোববার বিকেল ৪টায় রায়ের কপি সংশ্লিষ্টদের
কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের
আইনজীবী ব্যারিস্টার নওরোজ এমআর চৌধুরী
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় নিয়ে ব্যারিস্টার নওরোজ এমআর
চৌধুরী তিনি বলেন, ‘টাইব্যুনাল আমাদের কাছে ৬২
পৃষ্ঠার ‘রিজন জাজমেন্ট’ পাঠিয়েছে। আমরা এখনও
পুরো জাজমেন্ট দেখিনি। এজন্য আমাদের দুই দিন সময়
লাগবে। এরপর বিস্তারিত জানাতে পারবো।’
রায় নিয়ে রোবরার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন
চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনাল আমাদের ও
দোষীদের আইনজীবীকে ‘রিজন জাজমেন্ট’ পাঠিয়েছে।
আইসিসি আমাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে কাজ করছে,
তারাও রায় পেয়েছে। পুরো রায় দেখে এ
বিষয়ে আপনাদের জানাতে পারব।’
দোষীদের শাস্তির নির্ধারণ
করতে ট্রাইব্যুনালে আগামী ১৮, ১৯ জুন
আরেকটি শুনানি হবে। সেই শুনানিতেই দোষীদের
শাস্তি নির্ধারিত হবে। যাদের শাস্তি নির্ধারণ
হবে তারা হলেন- সবার আগেই ম্যাচ পাতানোর দোষ
স্বীকার করা মোহাম্মদ আশরাফুল,
ট্রাইব্যুনালে দোষী প্রমাণিত হওয়া শ্রীলঙ্কার কৌশল
লুকুয়ারাচ্চি, লু ভিনসেন্ট এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের
ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী।
গত ২৬ ফেব্রুয়ারি ঘোষিত সংক্ষিপ্ত রায়ে নির্দোষ
প্রমাণিত হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার
মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও
পেসার মাহবুবুল আলম। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের
চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধান
নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ এবং ইংল্যান্ডের
ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত
হয়েছেন।
বিপিএল ফিক্সিংয়ের থেকে চূড়ান্ত শুনানি শুরু হয় গত ১৯
জানুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায়
ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রোববার তারই বিস্তারিত
জানায় জানান ট্রাইব্যুনাল। এ রায়ে বিপিএল
ফিক্সিংয়ে দোষীদের
কে কীভাবে ফিক্সিং করেছে তা বিস্তারিত বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সুপ্রিমকোর্টের
বিচারপতি আব্দুর রশিদকে ডিসিপ্লিনারি প্যানেলের
চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি।
তিনি বিধি অনুযায়ী ডিসিপ্লিনারি প্যানেলের ১০ সদস্য
নিয়োগ করেন। ১০ নভেম্বর প্যানেলের চেয়ারম্যান
সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক
করে তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন
করেন। দুই সদস্য হলেন আজমামুল হোসেন কিউসি ও সাবেক
ক্রিকেটার শাকিল কাসেম।
এর আগে গত ১৩ অগাস্ট রাজধানীর
একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ
সম্মেলনে বিপিএলে ম্যাচ পাতানোর জন্য জড়িত থাকায় ৯
জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা জানান আইসিসির
প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। তদন্তের
ভিত্তিতে অভিযোগ গঠন করে আইসিসি দুর্নীতি দমন ও
নিরাপত্তা ইউনিট (আকসু)।


Posted via BN24Hour

Saturday, June 7, 2014

‘বুড়ো’ শোয়েবের বালিকা বধ

স্পোর্টস ডেস্ক: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন
পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার শোয়েব আকতার। ৩৯
বছরের ‘বুড়ো’ পাকিস্তানি পেসার নিজের থেকে ২২ বছরের
ছোট এক মেয়েকে বিয়ে করছেন বলে জানা গেছে।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক
প্রতিবেদন দাবি করা হয়েছে- শোয়েব আকতারের পরিবার
রাওয়ালপিন্ডির মুশতাক খান নামক এক ব্যবসায়ীর
সহায়তায় পাক পেসারের বিয়ের এই তোড়জোড় শুরু করেছে।
যখন পাত্র শোয়েব আকতারকে ১৭ বছরের
বালিকা রুবাবকে পাত্রী হিসেবে দেখানো হয়েছে।
তাছাড়া ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ক্রিকেট
নিরাসক্ত রুবাবা চলতি বছরে অ্যাবোটাবাদ বোর্ডের
অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যখন
শোয়েব ও রুবাবা জুটির মেহেদি উৎসবের জন্য ১৯
জুনকে বেছে নেয়া হয়েছে বলেও জানানো হয় ওই
প্রতিবেদনে।


Posted via BN24Hour

Thursday, June 5, 2014

ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ান
ডে সিরিজের জন্যে ১৫ সদোস্যর দল
ঘোষণা করেছে বাংলাদেশ। যথারীতি দলের অধিনায়ক
হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম। প্রথমবারের
মতো ওয়ান ডে দলে নতুন মুখ হিসেবে ডাক
পেয়েছেন পেস বোলার তাসকিন আহমেদ
এবং উইকেট রক্ষক মিথুন আলি। জাতীয় দলের
হয়ে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও
এখনো ওয়ানডে অভিষেক হয়নি এই দুই
ক্রিকেটারের। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার
বিপক্ষে টে-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন মিথুন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাশরাফি বিন
মুর্তজা চোটে পড়লে তাঁর
বদলি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ
ম্যাচটি খেলেছিলেন তাসকিন আহমেদ। এবারের
দলেও সুযোগ পাননি রুবেল হোসেন।
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম(অধিনায়ক),
তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান,
মোমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন,
মাহামুদুল্লাহ, মিথুন আলি, আব্দুর রাজ্জাক,
মাশরাফি মোর্তজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান,
আল আমিন হোসেন এবং তাসকিন আহমেদ।
উল্লেখ্য, এর আগেই ওয়ান ডে সিরিজের জন্য
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ
নিয়মিত আট খেলোয়াড়কে বাদ রেখেই বাংলাদেশ
সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়।
বাংলাদেশ সফরে অধিনায়ক করা হয়েছে সুরেশ
রায়নাকে। অন্যদিকে, বাংলাদেশ সফরের জন্য
যে দল গঠন করা হয়েছে, তার মাত্র চার
সদস্যকে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য
রাখা হয়েছে। তারা হলেন চেতশ্বর পুজারা,
অজানকিয়া রাহানে, স্টুয়ার্ট বিনি ও ঋদ্ধিমান
সাহা।


Posted via BN24Hour

Tuesday, June 3, 2014

নাইটদের সংবর্ধনা ঘিরে উত্তপ্ত ইডেন

কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠান
ঘিরে কলকাতার ইডেন চত্বর এখন উত্তপ্ত। আজ
মঙ্গলবার ভোর থেকেই ক্রিকেটপ্রেমীরা ভিড়
জমাতে শুরু করেছিলেন সেখানে। বেলা বাড়ার
সাথে সাথে প্রায় ভরে ওঠে ইডেন চত্বর। কিন্তু
অনেকের কাছেই ইডেনে ঢোকার
কোনো বিনামূল্যের টোকেন ছিল না। এ
নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়।
ইডেনে ঢোকার বিভিন্ন গেটে আটকে পড়ে জনতা।
শুরু হয় পুলিশের বাদানুবাদ, হাতাহাতি।
পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিও চালায়
বলেও অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানান,
কলকাতার প্রতিটি থানা থেকে ইডেনে ঢোকার
বিনামূল্যের টোকেন পাওয়া যাবে। কিন্তু
উৎসাহী খেলাপ্রেমীদের তুলনায় সেই
সংখ্যা ছিল খুবই কম। অনেকেই থানায়
গিয়ে টোকেন পাননি বলে অভিযোগ করেন। তবুও
নিরাশ না হয়ে সকাল থেকেই তারা ভিড় করেন
ইডেন চত্বরে। যদি কোনোভাবে একটি টোকেন
পাওয়া যায়। কিন্তু বেলা বাড়লেও তাদের
হাতে এসে পৌঁছয়নি ইডেনে ঢোকার ছাড়পত্র।
কাজেই ইডেনের বাইরে তৈরি হয় চূড়ান্ত
বিশৃঙ্খলা। ভেতরে ততক্ষণে শুরু
হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কেকেআর-এর
টিম সদস্যরাও হোটেল
থেকে বাসে উঠে পড়েছেন। বেলা গড়ালেও
পরিস্থিতির বড় একটা হেরফের হয়নি।


Posted via Blogaway

Saturday, May 31, 2014

আইপিএলের সেরা ৭এ সাকিব

ঢাকা: আর্থিক মূল্যমানের দিক থেকে আইপিএলের
সেরা সাতে উঠে এলেন সাকিব আল হাসান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-৭ এর (আইপিএল)
সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় সাত
নম্বরে অবস্থান করছেন সাকিব।
শনিবার আইপিএলের
ওয়েবসাইটে থেকে পাওয়া গেল এমনটাই।
আইসিসি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে বিশ্বের
সেরা অলরাউন্ডারের তালিকায় তিন
নম্বরে থাকা সাকিব, আইপিএলে দামি খেলোয়াড়
হওয়ার পথে পেয়েছেন ২২৬.৫ পয়েন্ট।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)
পক্ষে এবারের আইপিএলে উইলো হাতে ২১৫ রানের
পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।
সাকিবের এ পারফর্মেন্সে স্বাভাবিকভাবেই
বেজায় খুশি কেকেআর মালিক শাহরুখ খান।
সাকিবকে নিয়ে টুইটারেও নিজের উচ্ছ্বাস প্রকাশ
করেন তিনি।
রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের
বিরুদ্ধে আইপিএলের ফাইনাল খেলায় সাকিব
আবারও সাফল্য পাবেন এখন এই প্রত্যাশাই দুই
বাংলার কোটি কোটি সাকিব ভক্তের।


Posted via Blogaway

৩০ কোটি বাঙালির প্রতিনিধি সাকিব

সাকিবের সঙ্গে ৩০ কোটি বাঙালি। সাকিবের
একেকটি চার-ছক্কায়
গ্যালারিতে ওঠে লাখো কণ্ঠের চিৎকার। আর
রাতের আকাশকে বিদীর্ণ করে ‘সাকিব- সাকিব’
শব্দ ধ্বনি প্রতিধ্বনি ওঠে দুই বাংলায়।
সাকিবই এগিয়ে নিয়ে যায় একটি দলকে। সাকিবেই
হয় জয়। সাকিব আল হাসান এখন দুই বাংলার প্রাণ।
কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন
টাইগারদের সেরা, দেশের সর্বকালের
সেরা ক্রিকেটার, বিশ্বের সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান। তার হাতেই ঝলসে ওঠে দল।
তার হাতেই উইকেট পড়ে, চার-ছক্কার ছড়াছড়ি হয়।
আর তার ওপর ভর করে কোলকাতা নাইট রাইডার্স
জেতে একের পর এক ম্যাচ।
এখন কেবলই আইপিএল’র ট্রফিতে চুমু খাওয়ার
অপেক্ষা। এরই মধ্যে সাকিব আল হাসান দলের
অনিবার্য খেলোয়াড়। দলের মালিক শাহরুখ খান
সাকিবের পারফরমেন্সে এতটাই মুগ্ধ যে,
তিনি তাকে পিঠে তুলে নিয়ে নাচতে চেয়েছেন।
শাহরুখের যে কোনো বক্তব্যে, স্ট্যাটাসে,
টুইটে সাকিব একটি অনিবার্য নাম। কোলকাতার
রাস্তায় সাকিবকে সঙ্গে নিয়ে ঘুরে সেই উচ্ছ্বাসই
প্রকাশ করেন শাহরুখ। আর রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতেও তাদের
মাছ ভাজা খাওয়ার ধুম পড়ে যায়।
দুই বাংলার চোখ সাকিবের দিকে, কারণ
কোলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের
মধ্যে একমাত্র বাঙালি সাকিব আল হাসান।
তিনি যখন কেকেআরের হয়ে মাঠে নামেন তখন
কেবল একটি দলের বা ক্লাবেরই খেলোয়াড়
হয়ে থাকেন না; হয়ে যান ত্রিশ কোটি বাঙালির
প্রতিনিধি। তাকে খেলতে হয় দারুণ দায়িত্ব
নিয়ে। দল যখন ঘূর্ণিপাকে পড়ে তখনও সাকিবই
দলের ত্রাতা হন। তিনিই আনেন দলে গতি। এ
কারণেই দলের অধিনায়ক গৌতম গম্ভীরের
মুখে শোনা যায়, ‘সাকিব রিয়েল গেম চেঞ্জার’।
দুই বাংলার চোখ এখন ব্যাঙ্গালুরুর
চেন্নাস্বামী স্টেডিয়ামের দিকে, রোববার
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু
হতে যাওয়া ফাইনাল ম্যাচের দিকে। তাদের চোখ
আইপিএল’র চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে, আর
সর্বোপরি সাকিব আল হাসানের দিকে।
সাকিবই জেতাবেন কেকেআরকে--ত্রিশ
কোটি বাঙালির এই
প্রত্যাশা মিথ্যা হয়ে যাবে না!


Posted via Blogaway