স্পোর্টস ডেস্ক : সারা বিশ্ব এখন উন্মত্ত আর
উত্তাল বিশ্বকাপ ফুটবল নিয়ে। ব্রাজিলের সেই
উত্তাপে কাঁপছে বাংলাদেশও। ঠিক এমন সময়
অনেকটা নীরবে আর নিভৃতেই অনুষ্ঠিত
হচ্ছে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ।
শুক্রবার হযরত শাহজালাল
বিমানবন্দরে নেমে হয়তো অবাকই হয়েছেন সুরেশ
রায়নার দল। ছিল না তেমন কোন মিডিয়ার
উপস্থিতি আর বাড়তি বিড়ম্বনা। গতকাল মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামের দুই দলের অনুশীলনের
চিত্রটাও একই রকম। উত্তাপহীন আর বিবর্ণ। আর
এমন নিরুত্তাপ ভাবেই আজ শুরু হচ্ছে ভারতের
বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে মিশন। প্রায় ৭
বছর পর দুই দেশ মুখোমুখি হচ্ছে দ্বিপক্ষীয়
সিরিজে। সেই দিক থেকে দুই দলের ক্রিকেটারদের
মাঝে অবশ্য রয়েছে আলাদা উত্তেজনা। বিশেষ
করে মুশফিকুর রহীম বাহিনীর জন্য বিশাল সুযোগ
ঘুরে দাঁড়াবার। এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য
নিয়ে অধিনায়ক মুশফিক বলেন,
‘প্রত্যেকটি ম্যাচেই টার্গেট থাকে জেতা। কিন্তু
২০১৪ সালটা আমাদের মতো হয়নি। আমরা আমাদের
সেরা ক্রিকেটটা যদি খেলতে পারি তাহলে আমাদের
জন্য অনেক বড় একটা সুযোগ। সবাই ব্যক্তিগত
ভাবে অনেক কষ্ট করছে। যার যে জায়গায়
সমস্যা আছে সেটা নিয়েও কাজ করছে। আমাদের শুধু
সেটা মাঠে প্রয়োগ করতে হবে। সেটার জন্য
আমরা প্রস্তুত; আশা করছি কালকে (আজ)
থেকে আমরা নতুন ভাবে স্টার্ট করবো।’ আজ দুপুর
১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের
মুখোমুখি হবে বাংলাদেশ।
উত্তেজনা ভারতের ক্রিকেট দলের মাঝেও। বিশেষ
করে এই দলের নয়া অধিনায়ক সুরেশ রায়না ও
দলের নবাগত তরুণরা মুখিয়ে আছে নিজেদের
যোগ্যতার প্রমাণ নিতে। অধিনায়ক রায়নাও
মনে করেন বিশ্বকাপের এই ডামাডোলে এই
সিরিজটি বেশ জমজমাটই হবে। তিনি বলেন,
‘আমি মনে করি সিরিজটি অনেক বেশ জমজমাট হবে।
দুই দলেই তরুণ খেলোয়াড়রা খেলবেন। যারা সবাই
প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন।
আমাদের দলে আইপিএলে ভালো করা কিছু পারফর্মার
আছে। সব মিলিয়ে আমরা সামনের
দিকে তাকিয়ে আছি।’ বাংলাদেশ-ভারত এই পর্যন্ত
২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। তার
মধ্যে বাংলাদেশ জয়ের মুখ দেখেছে শুধু ৩ বার।
বাংলাদেশের মাটিতে এটি ভারতের তৃতীয় সিরিজ।
এর আগে ২০০৪ ও ২০০৭
সালে দুটি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
দুটি সিরিজে মোট পাঁচটি ওয়ানডে ম্যাচে ভারতের
জয় ৪টিতে। আর বাংলাদেশের একটিতে। এছাড়াও
২০১২ সালের এশিয়াকাপে দেশের
মাটিতে ভারতকে হারিয়েছিল টাইগাররা। আর
ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় জয়টি পোর্ট
অব স্পেনে ২০০৭ সালে। ইনজুরি কাটিয়ে আজ
দলে থাকবেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম
ইকবাল। ভারতের বিপক্ষে এই ওপেনার ১০
ম্যাচে ৫টি ফিফটি হাঁকিয়ে সংগ্রহ করেছেন এই
পর্যন্ত সর্বোচ্চ ৩৯৭ রান। তার সঙ্গে পার্টনার
হিসেবে রাখা হতে পারে তরুণ পরীক্ষিত
তারকা এনামুল হক বিজয়কে। এরপর জাতীয় দলের
অধিনায়ক ও ভারতের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ
সংগ্রহকারী (৩৫১) মুশফিকুর রহীম আছেন হাল
ধরতে। তার সঙ্গে থাকছেন বিশ্ব সেরা আল
রাউন্ডার ও বাংলাদেশের বিপক্ষে ব্যাট
হাতে তৃতীয় সর্বোচ্চ ৩০৪ রান সংগ্রহকারী সাকিব
আল হাসান।
শুধু তাই না ভারতের আইপিএল সাকিব আল হাসানের
অভিজ্ঞতা এই সিরিজে বেশ
জোরালো ভূমিকা রাখবে বলেই আশা করেন
অধিনায়ক। ফিনিসার হিসেবে মাহমুদুল্লাহ
রিয়াদের সঙ্গে থাকতে পারেন আরেক তরুণ
তারকা নাসির হোসেন। বল হাতে দলের
ভরসা থাকছেন মাশরাফি, আল আমিন, রাজ্জাক,
সোহাগ গাজী। তবে দলের নতুন দুই মুখ মো. মিঠুন ও
পেসার তাসকিন আহমেদের মধ্যে কার
হচ্ছে অভিষেক? ধারণা করা হচ্ছে তিন পেসার
নিয়ে খেলা হলে সেই ক্ষেত্রে তাসকিনের সুযোগের
সম্ভাবনাটাই বেশি। সেই ক্ষেত্রে স্পিনার
হিসেবে রাজ্জাক ও সোহাগের মধ্যে যে কোন
একজনের সম্ভাবনাই বেশি।
Posted via BN24Hour
No comments:
Post a Comment