Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 31, 2014

৩০ কোটি বাঙালির প্রতিনিধি সাকিব

সাকিবের সঙ্গে ৩০ কোটি বাঙালি। সাকিবের
একেকটি চার-ছক্কায়
গ্যালারিতে ওঠে লাখো কণ্ঠের চিৎকার। আর
রাতের আকাশকে বিদীর্ণ করে ‘সাকিব- সাকিব’
শব্দ ধ্বনি প্রতিধ্বনি ওঠে দুই বাংলায়।
সাকিবই এগিয়ে নিয়ে যায় একটি দলকে। সাকিবেই
হয় জয়। সাকিব আল হাসান এখন দুই বাংলার প্রাণ।
কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন
টাইগারদের সেরা, দেশের সর্বকালের
সেরা ক্রিকেটার, বিশ্বের সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান। তার হাতেই ঝলসে ওঠে দল।
তার হাতেই উইকেট পড়ে, চার-ছক্কার ছড়াছড়ি হয়।
আর তার ওপর ভর করে কোলকাতা নাইট রাইডার্স
জেতে একের পর এক ম্যাচ।
এখন কেবলই আইপিএল’র ট্রফিতে চুমু খাওয়ার
অপেক্ষা। এরই মধ্যে সাকিব আল হাসান দলের
অনিবার্য খেলোয়াড়। দলের মালিক শাহরুখ খান
সাকিবের পারফরমেন্সে এতটাই মুগ্ধ যে,
তিনি তাকে পিঠে তুলে নিয়ে নাচতে চেয়েছেন।
শাহরুখের যে কোনো বক্তব্যে, স্ট্যাটাসে,
টুইটে সাকিব একটি অনিবার্য নাম। কোলকাতার
রাস্তায় সাকিবকে সঙ্গে নিয়ে ঘুরে সেই উচ্ছ্বাসই
প্রকাশ করেন শাহরুখ। আর রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতেও তাদের
মাছ ভাজা খাওয়ার ধুম পড়ে যায়।
দুই বাংলার চোখ সাকিবের দিকে, কারণ
কোলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের
মধ্যে একমাত্র বাঙালি সাকিব আল হাসান।
তিনি যখন কেকেআরের হয়ে মাঠে নামেন তখন
কেবল একটি দলের বা ক্লাবেরই খেলোয়াড়
হয়ে থাকেন না; হয়ে যান ত্রিশ কোটি বাঙালির
প্রতিনিধি। তাকে খেলতে হয় দারুণ দায়িত্ব
নিয়ে। দল যখন ঘূর্ণিপাকে পড়ে তখনও সাকিবই
দলের ত্রাতা হন। তিনিই আনেন দলে গতি। এ
কারণেই দলের অধিনায়ক গৌতম গম্ভীরের
মুখে শোনা যায়, ‘সাকিব রিয়েল গেম চেঞ্জার’।
দুই বাংলার চোখ এখন ব্যাঙ্গালুরুর
চেন্নাস্বামী স্টেডিয়ামের দিকে, রোববার
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু
হতে যাওয়া ফাইনাল ম্যাচের দিকে। তাদের চোখ
আইপিএল’র চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে, আর
সর্বোপরি সাকিব আল হাসানের দিকে।
সাকিবই জেতাবেন কেকেআরকে--ত্রিশ
কোটি বাঙালির এই
প্রত্যাশা মিথ্যা হয়ে যাবে না!


Posted via Blogaway

No comments: